বগুড়ায় প্রতিবেশীর ধাক্কায় একজন কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে দুপচাঁচিয়া উপজেলার বাকপাল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আব্দুল হাকিম মন্ডল। তিনি ওই এলাকার মৃত মছো মন্ডলের ছেলে।
এ ঘটনায় প্রতিবেশী বেলালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, দুপুরের দিকে বাড়ির সামনের রাস্তা নিয়ে আব্দুল হাকিমের সাথে প্রতিবেশী বেলালের সাথে বাকবিতন্ডা হয় । বাকবিতন্ডার মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বেলালের ধাক্কায় আব্দুল হাকিম গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার আগেই আব্দুল হাকিম মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম