জামালপুরের মেলান্দহ উপজেলায় কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাইপাড়া এলাকার শাহিদ মিয়ার ছেলে রাজমিস্ত্রি মজিবর রহমান (১৮) এবং এই এলাকার শাহাবুদ্দিন মাক্কুর ছেলে শাকিল মিয়া (২০), সে সরকারি ইসলামপুর কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছে।
মেলান্দহ উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার মো: ফরিদুজ্জামান জানান, সোমবার বেলা ১১টারদিকে মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাইপাড়া এলাকায় রেল লাইনের উপর বসে শাকিল মিয়া এবং মজিবর রহমান নামে ওই দুই যুবককে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলতে দেখে টহলরত আনসার সদস্যরা তাদেরকে রেল লাইন থেকে সরিয়ে দেন। আনসার সদস্যরা চলে যাওয়ার পর ওই দুই যুবক পুনরায় রেল লাইনে বসে গেম খেলার সময় জামালপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
বিডি প্রতিদিন/এএ