ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কায় কিরণ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিরণ নরসিংদী জেলার বেলাবোর জলিল মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক সালাউদ্দিন মোল্লা জানান, সুহিলপুর এলাকায় সড়কের পাশে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এর এক যাত্রী নিহত হয় এবং দুইজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের একজনকে ঢাকায় প্রেরণ ও অপরজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম