ময়মনসিংহের ফুলপুরে প্রায় ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক আহাম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ