কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলীয় ইউনিয়নের পাহাড়ের পাদদেশে পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত ১টি একনলা লম্বা বন্দুক উদ্ধার করেছে।
জানা যায়, টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক দস্তগীর হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম দুবৃর্ত্তদলের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় ইউনিয়নের অপরাধীদের নিরাপদ আস্তানাখ্যাত শীলখালীর পাহাড়ের পাদদেশে অভিযানে যায়। এ সময় দুবৃর্ত্তদল পুলিশের অভিযানের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি পালিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি একটি একনলা লম্বা বন্দুকটি উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দস্তগীর হোসেন চৌধুরী জানান, পাহাড়ি দুবৃর্ত্তদলকে ধাওয়া করতে গিয়েই এই অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএ