আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফরিদপুরে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে ফরিদপুর কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করেন নিহত বাস চালক মো. সামচু মোল্যার স্ত্রী মেঘলা বেগম।
মামলায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে ছাত্র-জনতা ফরিদপুরে বিজয় মিছিল করতে থাকে। বিকাল ৫টার দিকে পূর্বখাবাসপুর মহল্লার বাস চালক মো. সামচু মোল্যা বাড়ি থেকে বের হয়ে কোতয়ালী থানা রোড এলাকার বাদামপট্রিতে থাকার সময় ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে দিয়ে যেতে থাকে। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষবলীগ, শ্রমিক লীগের ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী বেআইনিভাবে বিজয় মিছিলকারীদের উপর শর্টগান, বন্দুক ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রধান আসামির হুকুমে ইট পাটকেল নিক্ষেপ ও গুলি করে। এ সময় অজ্ঞাত আসামির বন্দুকের গুলিতে সামচু মোল্যা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, শহরের পূর্বখাবাসপুর নিবাসী মেঘলা বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত