কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলমকে (৬০) গ্রেফতার করেছে র্যাব।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের মামলার ৪ নম্বর আসামি তিনি।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের চমকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে শাহ আলমের নেতৃত্বে অপরাপর আসামিরা দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মিঠামইন বাজারের ফার্মেসি রোডের মধ্যবর্তী একটি দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে।
এ ঘটনায় মো. এমরান হোসেন জেরি নৌশাদ বাদী হয়ে গত ১৬ আগস্ট মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি ঘাগড়া ইউনিয়নের চমকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। পরে তাকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএ