পটুয়াখালীর কলাপাড়ায় ৫৪ পিচ ইয়াবাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মহিপুর ফিলিং স্টেশন'র সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মো.জাহিদ(৩৫), সোহেল ওরফে চুল সোহেল (৩২) ও শুক্কুর আলী (৩০)। এরা সবাই মহিপুর সদর ইউনিয়নের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছেন।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, তারা মাদকের বিরুদ্ধে সোচ্চার। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম