পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবী পরিবারের সদস্যদের নিয়ে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গবেষণা সংস্থার এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এর আয়োজন করে। এতে নারীদের আয় ও পুষ্টি উন্নয়ন দলের সদস্য ও কমিউনিটি সঞ্চয় গ্রুপের ৭৯ প্রান্তিক নারীরা অংশগ্রহণ করেন। এ সম্মেলনে নারীদের অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম ব্যবসায় শিক্ষা সম্পৃক্ত জ্ঞান, পুষ্টিকর খাবার ও পুষ্টি সম্পর্কে আচরণ, নারীর ক্ষমতায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নারীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।
ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২এর সহকারী গবেষণা মো. বখতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মসিউর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার শুভাশীষ মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ইকোফিশ-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুবুল ইসলাম, জেন্ডার স্পেশালিষ্ট রেজোয়ান শারমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ