ভাঙ্গায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ১৮ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব সদরদী গ্রামের বাস্তখোলা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। শিক্ষকের নাম ফকির মোহাম্মদ সাকিবুল্লাহ (৪৮)। তিনি ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ হাই স্কুলের শিক্ষক।
ফকির মোহাম্মদ সাকিব উল্লাহ জানান, রবিবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে যান। রাত আনুমানিক দুইটার দিকে তাদের ঘরের কলাপসিবল গেট গেটের তালা ভেঙে ৫ সদস্যের একটি ডাকাত দল সুকৌশলে ঘরের ছিটকানি খুলে ভেতরে প্রবেশ করে। তাদের পরনে ছিল হাফ প্যান্ট এবং গেঞ্জি। পাঁচজন ডাকাতের মধ্যে চারজনের মুখ লম্বা মাস্ক দিয়ে ঢাকা ছিল। একজনের মুখ ছিল খোলা।
ডাকাত দল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই হাত পেছনের দিকে বেঁধে ফেলে এবং আমার স্ত্রীকে চিৎকার করতে নিষেধ করে। তারা আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নগদ ৭৫ হাজার টাকা, দুই লাখ টাকার এফডিআরের নথি এবং পাঁচ ভরি ওজনের স্বর্ণ নিয়ে যায়। ডাকাতরা ১৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, ওই শিক্ষক ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক তদন্তে ডাকাতি মনে হচ্ছে না। আমি নিজেই বিষয়টি তদন্ত করছি।
বিডি প্রতিদিন/নাজিম