হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছোট বোনের বিয়ের আগের দিন রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় নাঈম মিয়া (২২) নামে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) রাত ১০টায় উপজেলার ফরিদপুর এলাকার দেউন্দি সড়কের ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার ছেলে।
নাঈমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বিয়ের আনন্দের পরিবর্তে বইছে বিষাদের করুণ সুর। স্বজনদের বেদনার আর্তনাদে আকাশ যেন ভারী হয়ে উঠছে। সোমবার ছোট পরিসরে তার ছোট বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। অপরদিকে, একই সময় নাইমের দাফনও সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার উপজেলার নিশাপট গ্রামে মেয়ের বিয়েকে কেন্দ্র করে হান্নান মিয়ার পরিবারে চলছিল ধুমধাম আয়োজন। বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিয়ের আগের রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান নাঈম।
বেড়াতে আসা মামাকে পৌঁছে দিতে মোটরসাইকেলে রওয়ানা দেন নাঈম। পথিমধ্যে ফরিদপুর গ্রামের দেউন্দি সড়কের ব্রীজের কাছে যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাঈমের মৃত্যু হয়।
নিহত নাঈমের মামা মোঃ শামীম আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। বোনের বিয়ের আগের রাতে ভাইয়ের মৃত্যু পাড়া প্রতিবেশীসহ কেউই মেনে নিতে পারছে না। সোমবার ছোট পরিসরে নাঈমের বোনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একই সময় বাদ জোহর নাঈমের দাফন সম্পন্ন হয়।
তিনি বলেন- বিয়ে বাড়িতে যেখানে আনন্দ উল্লাস থাকার কথা সেখানে এখন কান্নার রোল বয়ে যাচ্ছে। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) দিলীপ কান্ত নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আশিক