যে দেশেতে শাপলা ফুটে
খাল বিল আর ঝিলে,
পাখ পাখালি উড়ে বেড়ায়
মুক্ত ডানা মেলে।
সকাল বেলায় রাখাল ছেলে
গরু নিয়ে যায় মাঠে,
মাঝি ভাই বসে থাকে
নৌকা নিয়ে ঘাটে।।
নদীর পাড়ে সাদা সাদা
কাশফুলে ভরা,
দেখে আমার মনটা হয়
শুধুই পাগলপারা।।
খালে বিলে সাঁতার কাটে
দুষ্টু ছেলের দল,
আষাঢ় এলে খালে বিলে
নামে পানির ঢল।
শীত এলে ঘরে ঘরে
বানায় পুলি পিঠা,
খেতে বড় মজা লাগে
খেজুর রসের মিঠা।।
মেঠো পথের দুই ধারেতে
সবুজ ধানের গাছ,
বিলের জলে হয় এখন
নানা মাছ চাষ।।
ধনে ধান্যে ফুলে ফলে
এই যে সোনার দেশ,
ষড়ঋতুর রূপে ভরা
প্রিয় বাংলাদেশ।