নিত্য আমি খেলা করি
আমার বাড়ির পাশে,
খামারবাড়ি নাম তার
পুকুর ঘাটের কাছে।
শিলা, মিলা, রুমা, ঝুমা
সবাই থাকে সাথে,
পড়ার সময় ঘুমে ধরে
ব্যথা পায়ে-হাতে।
মালিশ করে দেয় দাদি
হাত বোলায় মাথায়,
ঝিমাই আমি ঘোরের মাঝে
দাগাই বসে খাতায়।
বাবা আমায় আদর করে
বাইরে থেকে এসে,
মায়ের কাছে বকা খেয়ে
ঘুমাই অবশেষে।