মা পরিটা গল্প বলছে
ছোট্ট পরির কাছে,
তোমার মতো দূরের গাঁয়ে
একটি পরি আছে!
নাম হলো তার পরি তবে
নেইকো রঙিন ডানা,
সেই পরিটা ইশকুলে যায়
কত কী তার জানা!
সেই পরিটা গাইতে জানে
আঁকতে জানে আরো,
মা ও বাবার নয়নমণি
খায় না বকা কারো!
ছোট্ট পরি অবাক হয়ে
মায়ের কথা শোনে,
তখন থেকে চোখের পাতায়
স্বপ্নের জাল বোনে।