আঁকতে ভালোবাসি আমি
ফুল পাখি আর দেশটা
আঁকা নিয়েই স্বপ্ন আমার
আঁকা নিয়েই চেষ্টা।
আঁকাআঁকি করছি বলেই
আঁকতে পারি বৃষ্টি
আঁকতে পারি মনের মতো
স্বপ্ন দেখার দৃষ্টি।
আঁকতে আমি আনন্দ পাই
তাই তো আঁকি নিত্য
আমার কাছে আঁকাআঁকি
বিশাল একটা বিত্ত।
আঁকতে পাবে এই আমাকে
সকাল-দুপুর-সন্ধ্যা
আঁকা ছাড়া আমার জীবন
একেবারেই বন্ধ্যা।