তলিয়ে গেছে এদেশ আমার
সর্বনাশী জলে,
কেমন করে বানভাসিদের
থাকা খাওয়া চলে।
তলিয়ে গেছে শত বাড়ি
রাতটা কাটাই জেগে,
বুকের মাঝে ব্যথার ছবি
প্রবল স্রোতের বেগে।
তলিয়ে গেছে মাঠের ফসল
সেটাই ছিল পুঁজি,
গরু, বাছুর ভেসে গেছে
পাই না কোথায় খুঁজি।
সঙ্গে কারো কোলের শিশু
বাঁচার লড়াই করি,
মায়ের জানটা বাজি রেখে
রাখছে বুকে ধরি।