শেয়াল এলো কাঁকড়া খেতে
চলনবিলের ধারে
বাঘের মাসি কোথায় আছে
দেখে বারেবারে।
মাসির সাথে খেক শেয়ালের
আগে থেকেই বিবাদ
চলনবিলের কাঁকড়াগুলো
মাসি করে আবাদ।
মাসির কথা যায় না মানা
করতে হবে বিচার
পশুরাজ্যে শেয়াল হলো
সব পশুর টিচার।
অমনি এলো বাঘের মাসি
শেয়ালকে দেয় দৌড়ানি
শেয়াল ডাকে মাসি! মাসি!
মাসি ডাকে বৌরানি!