দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় বেড়ে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আরও ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
এনিয়ে হাসপাতালে বুধবার শিশুসহ ৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।
আসন্ন ঈদে ঢাকাসহ বিভিন্ন জেলা হতে ঘরে ফেরা মানুষের কারণে দিনাজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও আশংকার কিছু নেই। সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে তিনটি ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে। তবে রোগীর চাপ সামাল দিতে আরও ওয়ার্ড চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। পরীক্ষার জন্য হাসপাতালের প্যাথলজিক্যাল ল্যাব ২৪ ঘন্টা খোলা থাকছে।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, ডেঙ্গু প্রতিরোধে ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার