বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কিডনি রোগীদের জন্য সুখবর

জেলা পর্যায়ে ডায়ালাইসিসের সুযোগ

কিডনি রোগের চিকিৎসায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা ও জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ২৫৫ কোটি ২২ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে দেশের জেলাকেন্দ্রিক হাসপাতালগুলোয় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হলে একদিকে ঢাকায় চিকিৎসার চাপ কমে যাবে, অন্যদিকে দেশের সাধারণ মানুষের কিডনি রোগ চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি নিশ্চিত হবে। বর্তমানে দেশের জেলা হাসপাতালের পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় কিডনি রোগের চিকিৎসা হলেও প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দেশে বর্তমানে মাত্র ২০ ভাগ কিডনি রোগীর ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে প্রায় ৪০ হাজার কিডনি রোগীর সাপ্তাহিক ডায়ালাইসিস প্রয়োজন। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলে মাত্র ৬ হাজার রোগীর ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে। গৃহীত প্রকল্পটির মাধ্যমে সরকারি পর্যায়ে দেশের মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালের সর্বমোট ১ হাজার ৫৪০ বেডে ডায়ালাইসিস সেবা সম্প্রসারিত হবে। এ প্রকল্পের মাধ্যমে সপ্তাহে সর্বোচ্চ ৪৩ হাজার ১২০ বার ডায়ালাইসিস করা সম্ভব হবে। দেশের কিডনি রোগীদের জীবন বাঁচাতে যা অবদান রাখবে। কিডনি রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। কিডনি বিকল হলে ডায়ালাইসিসের মাধ্যমে জীবন বাঁচিয়ে রাখা যায়। সপ্তাহে একবার ডায়ালাইসিসের জন্য শরণাপন্ন হতে হয় কিডনি চিকিৎসা কেন্দ্রে। নতুবা রোগীর অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটে। এক পর্যায়ে মৃত্যুর শীতল ছায়া তার অস্তিত্বকে কেড়ে নেয়। কিডনি রোগীদের চিকিৎসায় জেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন দেশের হাজার হাজার কিডনি রোগীর জন্য বেঁচে থাকার আশা সৃষ্টি করবে। কিডনি রোগের চিকিৎসায় শুধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নয়, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও সাশ্রয়ী মূল্যে সুযোগ-সুবিধা সম্প্রসারণ হওয়া দরকার।

সর্বশেষ খবর