করোনাকালে নতুন বিপদ হয়ে উঠতে পারে ডেঙ্গু বা এডিস মশার আগ্রাসন। ইতোমধ্যে ডেঙ্গুতে রাজধানীর বাইরে একজনের মৃত্যু ঘটেছে। রাজধানীতে ডেঙ্গুর কারণে এখন পর্যন্ত কারোর মৃত্যু না ঘটলেও নিজেদের নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এডিস মশা নির্মূলে অভিযান শুরু করেছে। বাড়িঘর, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে কোথাও কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাদের জরিমানা করা হচ্ছে। উদ্বেগজনক তথ্য হলো, গত মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৯৭৭টি স্থাপনা পরিদর্শন করে ৮৯৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অভিযানে ৭৮ হাজার ১৩০টি স্থাপনায় এডিসের বংশ বিস্তার-উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনে ১৬৮টি মামলায় মোট ২১ লাখ ৬৮ হাজার ১০ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার ১১ হাজার ৯৩৪টি স্থাপনা পরিদর্শন করে ৪৮টিতে লার্ভা ও ৬ হাজার ৭৯৪টিতে এডিসের বংশ বিস্তার-উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এডিসের লার্ভা পাওয়ায় ১৭টি মামলায় ১ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা অঞ্চলে ৯৭০টি স্থাপনা পরিদর্শন করে ১২টিতে মশার লার্ভা ও ৮২৭টি স্থাপনায় প্রজনন-উপযোগী পরিবেশ পাওয়া যায় এবং এ-সংক্রান্ত ৮টি মামলায় জরিমানা আদায় করা হয়। মিরপুরের ২ হাজার ৩৮৪টি স্থাপনা পরিদর্শন করে ২টিতে এডিসের লার্ভা এবং ৩৭৮টি স্থাপনায় এডিস মশার প্রজনন-উপযোগী পরিবেশ পাওয়া যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাংশে অভিযান চালিয়ে প্রায় ৯০০ স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনা উদ্বেগজনক। এতে স্পষ্ট হয়েছে, উত্তর ঢাকা শুধু নয়, সমগ্র ঢাকা মহানগরী এডিস মশার আগ্রাসনের শিকার হতে পারে; যা রোধে মশা নিধনের ওষুধ ছিটানোর পাশাপাশি ঘরবাড়ি, স্থাপনায় যাতে এডিস মশার প্রজনন-উপযোগী পরিবেশ না থাকে তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রাখা দরকার। করোনাভাইরাস এমনিতেই জনমনের শান্তি কেড়ে নিয়েছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে ডেঙ্গু থাবা বিস্তার করলে তা বিপর্যয় অনিবার্য করে তুলবে; যা থেকে সতর্ক থাকার বিকল্প নেই।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল