করোনাকালে নতুন বিপদ হয়ে উঠতে পারে ডেঙ্গু বা এডিস মশার আগ্রাসন। ইতোমধ্যে ডেঙ্গুতে রাজধানীর বাইরে একজনের মৃত্যু ঘটেছে। রাজধানীতে ডেঙ্গুর কারণে এখন পর্যন্ত কারোর মৃত্যু না ঘটলেও নিজেদের নিরাপদ ভাবার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এডিস মশা নির্মূলে অভিযান শুরু করেছে। বাড়িঘর, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে কোথাও কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাদের জরিমানা করা হচ্ছে। উদ্বেগজনক তথ্য হলো, গত মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৯৭৭টি স্থাপনা পরিদর্শন করে ৮৯৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অভিযানে ৭৮ হাজার ১৩০টি স্থাপনায় এডিসের বংশ বিস্তার-উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনে ১৬৮টি মামলায় মোট ২১ লাখ ৬৮ হাজার ১০ টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার ১১ হাজার ৯৩৪টি স্থাপনা পরিদর্শন করে ৪৮টিতে লার্ভা ও ৬ হাজার ৭৯৪টিতে এডিসের বংশ বিস্তার-উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এডিসের লার্ভা পাওয়ায় ১৭টি মামলায় ১ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা অঞ্চলে ৯৭০টি স্থাপনা পরিদর্শন করে ১২টিতে মশার লার্ভা ও ৮২৭টি স্থাপনায় প্রজনন-উপযোগী পরিবেশ পাওয়া যায় এবং এ-সংক্রান্ত ৮টি মামলায় জরিমানা আদায় করা হয়। মিরপুরের ২ হাজার ৩৮৪টি স্থাপনা পরিদর্শন করে ২টিতে এডিসের লার্ভা এবং ৩৭৮টি স্থাপনায় এডিস মশার প্রজনন-উপযোগী পরিবেশ পাওয়া যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাংশে অভিযান চালিয়ে প্রায় ৯০০ স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ার ঘটনা উদ্বেগজনক। এতে স্পষ্ট হয়েছে, উত্তর ঢাকা শুধু নয়, সমগ্র ঢাকা মহানগরী এডিস মশার আগ্রাসনের শিকার হতে পারে; যা রোধে মশা নিধনের ওষুধ ছিটানোর পাশাপাশি ঘরবাড়ি, স্থাপনায় যাতে এডিস মশার প্রজনন-উপযোগী পরিবেশ না থাকে তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রাখা দরকার। করোনাভাইরাস এমনিতেই জনমনের শান্তি কেড়ে নিয়েছে। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে ডেঙ্গু থাবা বিস্তার করলে তা বিপর্যয় অনিবার্য করে তুলবে; যা থেকে সতর্ক থাকার বিকল্প নেই।
শিরোনাম
- বাজারে পাটব্যাগ সহজলভ্য করতে সরকার উদ্যোগী : বাণিজ্য উপদেষ্টা
- দহগ্রাম সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
- যুবদল পরিচয়ে কেউ দখল-বাণিজ্য করলে আটক করার অনুরোধ
- বগুড়ায় দুই শিশু ধর্ষণকারী নুরু রিমান্ডে
- ঈদে তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’!
- বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে চেক বিতরণ
- ঝিনাইদহে ৪ ইটভাটা বন্ধের নির্দেশ, আট লাখ টাকা জরিমানা
- পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় করবিন বশকে আইনি নোটিশ
- বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলীর সম্পদ জব্দ
- গুগলের এআই জলছাপ মুছে দিতে পারে, কপিরাইট নিয়ে উদ্বেগ!
- বাগেরহাট পৌরসভায় পানি সংকটের প্রতিবাদে মানববন্ধন
- লোডশেডিংয়ের সিডিউল ২৪ ঘণ্টা আগে প্রকাশ করা নিয়ে হাইকোর্টের রুল
- নাহিদ রানার পিএসএলে খেলা উচিত : শান্ত
- ইন্টেল-এএমডি ছাড়াই ল্যাপটপ! নিজস্ব চিপসেটে ম্যাকবুককে টেক্কা দিতে চায় হুয়াওয়ে
- নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক
- মানবতা যেখানে বিপর্যয় হবে, সেখানে আমরা ছুটে যাব : জামায়াত আমির
- নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন
- আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফি ৩শ টাকা করার দাবিতে মানববন্ধন
- কিছু সুপারিশে ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনকে ইসির চিঠি
এডিস মশার আগ্রাসন
নিধন অভিযান জোরদার করুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর