শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নদী খনন কাজ

যুদ্ধাপরাধীর স্বজনদের পৃষ্ঠপোষকতা!

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই জামালউদ্দিন কাদের চৌধুরীর হাতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারে থাকা নদী খননের দুই প্রকল্পের কাজ দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল পানি উন্নয়ন বোর্ড। এশিয়ান ড্রেজার লিমিটেডকে রাঙ্গুনিয়া নদী খনন প্রকল্পের দুই ভাগে বিভক্ত ৪৬ কোটি টাকার কাজ প্রদানের আড়ালে কর্তাব্যক্তিরা অবৈধ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে কালো তালিকাভুক্ত এক কোম্পানিকেও অবৈধ লেনদেনের আড়ালে নদী খননের কাজ দিতে তৎপর রয়েছে পানি উন্নয়ন বোর্ডের একটি চক্র। তারা যে প্রতিষ্ঠানকে কাজ দিতে চাচ্ছে সে প্রতিষ্ঠানটি বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার নিউ ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম প্রকল্পের মেয়াদ বারবার বৃদ্ধি করে দীর্ঘ ১০ বছরে কাজ শেষ করতে পারেনি। আবার নিয়মনীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলের কালিহাতীতে ১৪ দশমিক ৫ কিলোমিটার নদী খননের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান এশিয়ান ড্রেজিং লিমিটেড পেলেও তারা সাবঠিকাদার নিয়োগ দিয়েছে। ৯৪৪ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ২০১০ সালে প্রকল্পটি নেওয়ার পর তিন দফা মেয়াদ বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালের এপ্রিলে নেওয়া প্রকল্পটি ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু দুই দফায় মেয়াদ বাড়ানো হয়। এতেও কাজ শেষ না হওয়ায় সর্বশেষ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের সময় ২০২০ সালের জুন পর্যন্ত মেয়াদ ঠিক করা হয়। একটি কালো তালিকভুক্ত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং দফায় দফায় সময় বাড়ানোর মাধ্যমে নিয়ম লঙ্ঘনের পাশাপাশি বাড়তি ব্যয় হয়েছে। প্রকল্পের মূলধন কার্যক্রম ছিল ভূমি অধিগ্রহণ, গাইডবাঁধ নির্মাণ, কায়িক শ্রম ও ড্রেজারের মাধ্যমে নদী খনন, সেডিমেন্টবেসিন নির্মাণ ও সংরক্ষণ কাজ। কিন্তু প্রতিষ্ঠানটি অধিকাংশ শর্ত মানেনি। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর ফেরে- আমরা তোমনটিই দেখতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর