সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজস্ব সংক্রান্ত মামলা

দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিন

দেশের উচ্চ আদালতে রাজস্ব সংক্রান্ত ৯ হাজার মামলা বিচারাধীন থাকায় সরকারের ২৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায় আটকে রয়েছে। করোনাকালে দেশের রাজস্ব আয় যখন টার্গেট পূরণে ব্যর্থ হচ্ছে, তখন বিপুল অঙ্কের রাজস্ব সংক্রান্ত মামলা অমীমাংসিত থাকায় সরকারকে প্রতিকূল অবস্থায় পড়তে হচ্ছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাজস্ব মামলার শুনানিতে আদালতকে সহায়তা করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ও গঠন করেছে বিশেষ আইনজীবী প্যানেল। পাঁচ সদস্যের এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল নিজেই। সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে বিচারাধীন প্রায় ৯ হাজার মামলার মধ্যে হাই কোর্টের রায় ও আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ৬০৫টি আপিল বিচারাধীন। এসব মামলায় জড়িত আছে ৪ হাজার ৫২৬ কোটি টাকা রাজস্ব। হাই কোর্টে ৫ হাজার ৩৪৭টি রিট আবেদনের বিপরীতে রাজস্ব আটকে আছে ১৬ হাজার কোটি টাকা। এ ছাড়া ট্যাক্স ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে ২ হাজার ৭৮৮টি আপিল আবেদন বিচারাধীন। এক্ষেত্রেও ৩ হাজার ২৩২ টাকা রাজস্ব আটকে আছে। রাজস্ব সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি কল্পে চারটি দ্বৈতবেঞ্চকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। করোনাকালে হাই কোর্টের নিয়মিত বেঞ্চসমূহ বন্ধ থাকায় অন্য সব মামলার মতো রাজস্ব সংক্রান্ত মামলাগুলোও আটকে আছে। তবে আদালতের কার্যক্রম সশরীরে কিংবা ভার্চুয়াল পদ্ধতিতে শুরু হওয়ার পর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দাখিল করা আপিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ ভার্চুয়াল আপিল বেঞ্চে নিষ্পত্তি হচ্ছে। ব্যবসায়ীদের কেউ কেউ মামলার আশ্রয় নেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে পারছে না। এদের অনেকে উদ্দেশ্যমূলকভাবে মামলার আশ্রয় নিয়ে রাজস্ব প্রদান থেকে বিরত থাকছে। এ প্রবণতা রোধে রাজস্ব সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির পথ উন্মোচনে সরকারসহ সব কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর