দালালনির্ভরতার কারণে জনশক্তি রপ্তানি খাতের সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জনশক্তি রপ্তানি প্রক্রিয়ায় লোক সংগ্রহের সিংহভাগই সম্পন্ন হয় দালালদের মাধ্যমে। রিক্রুটিং এজেন্সির নামধাম না জেনেও অনেকে দালালের হাতে তুলে দেয় টাকা। দালালরাই পাসপোর্ট বানিয়ে দেয়, মেডিকেল টেস্টও সম্পন্ন হয় তাদের মাধ্যমে। দালালনির্ভরতার কারণে বিদেশে যেতে বাংলাদেশের কর্মীদের অন্য দেশের কর্মীদের চেয়ে ৪ থেকে ৫ গুণ বেশি খরচ হয়। জনশক্তি রপ্তানিতে দালালরাই শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে- বিদেশেও বড় ধরনের ফাঁদ পেতে রেখেছে দালাল চক্র। সম্প্রতি ট্যুরিস্ট ভিসায় দুবাই গিয়ে কাজের সুযোগ থাকায় জনশক্তি রপ্তানি ব্যবসায় দালাল নামধারী মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়েছে কয়েক গুণ। লিখিত কোনো অনুমোদন না থাকলেও দুবাই কর্তৃপক্ষ ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছেন। এর মধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন ছাড়পত্র নিয়ে যাওয়ার পাশাপাশি ভিজিট ভিসায় বিমানবন্দর দিয়ে বডি কন্টাক্টেও অনেকে দুবাই যাচ্ছেন। বডি কন্টাক্টে যাওয়াদের তেমন কোনো রেকর্ডই থাকছে না। তাদের না আছে কোনো বিএমইটি ক্লিয়ারেন্স, না আছে দুবাইয়ের কোনো কোম্পানির অনুমতি। তারা পাচারের শিকার কি না তা-ও অনুভব করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি সৌদি আরবের ফ্রি ভিসার নামে দালালরা প্রতারিত করছে বিদেশ গমনেচ্ছুদের। ভুয়া কোম্পানির নামে ভিসা দিয়ে কর্মীদের সৌদি আরব পাঠিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন দুই দেশের দালালরা। জনশক্তি খাতের এ অনিয়ম অজানা না হলেও বন্ধে কোনো উদ্যোগ নেই। বাংলাদেশ থেকে বিদেশে সিংহভাগ কর্মী যায় বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। দালালরা অভিবাসন প্রক্রিয়ার তৃণমূল পর্যায়ে অবস্থান করায় বিদেশ গমনেচ্ছুরা তাদের ওপর নির্ভর করে। জনশক্তি এজেন্সিগুলোর জেলা পর্যায়ে অফিস না থাকায় এবং বিদেশ গমনেচ্ছুদের সিংহভাগ স্বল্প শিক্ষিত হওয়ায় তাদের ঠকানো দালালদের পক্ষে সহজ হয়ে দাঁড়ায়। জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা আনতে দালালদের হয় বৈধ করতে হবে, নতুবা এ খাতে তারা যাতে কোনো ভূমিকা রাখতে না পারে তা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
দালালদের সামাল দিন
জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা কাম্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর