শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ইতিহাস

ইলা মিত্র

ইলা মিত্র প্রখ্যাত রাজনীতিক ও কমিউনিস্ট নেত্রী। জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায়। পিতা নগেন্দ্রনাথ সেন ছিলেন পদস্থ সরকারি কর্মকর্তা- অবিভক্ত বাংলার ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। মা মনোরমা সেন। তিন বোন -তিন ভাইয়ের মধ্যে ইলা জ্যেষ্ঠ। তিনি ১৯৪০ সালে বেথুন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ’৪২ সালে একই কলেজ থেকে আইএ ও ’৪৪ সালে অনার্সসহ বিএ পাস করেন। এর ১৪ বছর পর ’৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রাবস্থায়ই জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। পর্যায়ক্রমে তিনি যুক্ত হন গার্লস স্টোরস কমিটি, ছাত্র ফেডারেশন, মহিলা আত্মরক্ষা সমিতি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সঙ্গে। পাকিস্তান আমলে কারাগারে তাঁকে পৈশাচিক নির্যাতন করা হয়। ৭৭ বছর বয়সে ২০০২ সালের ১৩ অক্টোবর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর