শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জ্বালানি সংকট

টেকসই সমাধান খুঁজতে হবে

জ্বালানি সংকট দেশের শিল্প খাতের অস্তিত্বের জন্য বিসংবাদ সৃষ্টি করছে। প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। কলকারখানায় গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কমেছে ২৫ থেকে ৪০ ভাগ। জ্বালানি সংকটে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। বাজারে চিনি-আটার মতো খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়া অনেকাংশে দায়ী। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে মাত্রাতিরিক্ত। বাড়তি দামে জ্বালানি কিনে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ছে। জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানিতে বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবতে হবে। ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর অভিমত, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ভিত্তিতে গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনা, বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়ানো, বিশেষ করে নিজস্ব কয়লার ব্যবহার বাড়ানো ও সাশ্রয়ী জ্বালানি কৌশল ব্যবহারে গুরুত্ব দিতে হবে। শিল্পকারখানার জন্য কয়লা, এলপিজি, বায়োগ্যাসের প্রতি আরও গুরুত্বারোপ করতে হবে। ২০১৩ সালে সমুদ্র বিজয়ের পর গত আট বছরে একটা কূপ খনন করা হয়েছে। এ ব্যাপারে আমাদের আরও তৎপর হতে হবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর জ্বালানি সম্পদ হচ্ছে কয়লা। বর্তমান প্রেক্ষাপটে কয়লা উত্তোলনে গুরুত্ব দিতে হবে। সব ধরনের জ্বালানি আমদানিতে বেসরকারি খাতকে অনুমতি দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে মূল্যহ্রাস পেতে পারে। এ ছাড়া একটি বিশেষ তহবিল গঠনের মাধ্যমে বছরে অন্তত ১০টি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগ নেওয়া যেতে পারে। নেট-মিটারিং সিস্টেমে সৌরবিদ্যুৎ ২৪ ঘণ্টা ব্যবহার করা সম্ভব। সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুৎ নেট-মিটারিং সিস্টেমের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে জমা রাখা যায়। কিন্তু নেট-মিটারিং পলিসিতে ইনস্টলের মাত্রা লোডের ৭০ শতাংশ হতে হবে বলা আছে। এ ইনস্টল লোডের লিমিটেশন উঠিয়ে নিতে হবে। ইপিজেডের কারখানার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন সহজতর করতে বেপজা উদ্যোগ নিতে পারে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানই কাম্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর