সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধু টানেল

বাড়াবে দেশের মর্যাদা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের পূর্তকাজ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ কোনোভাবেই উন্নয়নের গতি থামাতে পারবে না। সরকারের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচারকারীদের প্রসঙ্গে বলেন, আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। তাদের চোখ নষ্ট। যদি কারও চোখ নষ্ট হয়, তাহলে চোখের ডাক্তার দেখাতে পারেন। আর কেউ যদি চোখ থাকতে অন্ধ হয়, তাহলে কিছু করার নাই। শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে আয়োজিত মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, টানেল নির্মাণের ফলে চট্টগ্রামের গুরুত্ব আরও বেড়ে যাবে। বাংলাদেশের জন্যই শুধু নয়, দক্ষিণ এশিয়ার জন্যও এটি প্রথম টানেল। সেক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে তেমনি অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীলতা পাবে। দেশের অর্থনীতিতেও তা অবদান রাখবে। চট্টগ্রামেও মেট্রোরেল করার চিন্তাভাবনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় মেট্রোরেল হওয়ার পর চট্টগ্রামে সমীক্ষা শুরু করা হয়েছে। পাহাড় পর্বত থাকা সত্ত্বেও কোথায় কতটুকু মেট্রোরেল করা যায় সে চেষ্টা চলছে।

চট্টগ্রামে বেশ কয়েকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে। কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণের ফলশ্রুতিতে এ নদীর অপর পারে নগরায়ণের বিস্তৃতি ঘটবে। চট্টগ্রামের যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে এই টানেল। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম মহানগরীর মর্যাদাও বৃদ্ধি পাবে।  বাংলাদেশকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। বিদেশি বিনিয়োগ আকর্ষিত করারও এটি সর্বোত্তম পথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর