ওভার ইনভয়েসিংয়ে ঠকানো হচ্ছে দেশের সাধারণ মানুষকে। কতিপয় অসৎ লোকের কর্মকান্ড ব্যবসায়ী সম্প্রদায়ের সুনামেও বাদ সাধছে। বিদেশ থেকে পণ্য আমদানিতে ওভার ইনভয়েসিংয়ে যে ভয়ংকর প্রতারণা চালাচ্ছে ব্যবসায়ীদের একাংশ তা দেশের অর্থনীতির জন্য বিসংবাদ ডেকে আনছে। অর্থ পাচার প্রতিরোধে নিয়োজিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে ওভার ইনভয়েসিংয়ের বিষয়টি। তাদের প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ডলার সংকটের মধ্যে কোনো কোনো আমদানি পণ্যে ২০০ শতাংশ পর্যন্ত ওভার ইনভয়েসিং দেখানো হয়েছে। এই অর্থবছরে বিভিন্ন রিপোর্টিং এজেন্সি ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করেছে। যা গত অর্থবছরের চেয়ে ৬২ দশমিক ৩৩ শতাংশ বেশি। দেশে ভোগ্যপণ্যের আমদানিকারকদের বেশির ভাগেরই সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকংসহ বিভিন্ন দেশে নিজস্ব অফিস রয়েছে। তারা কোনো পণ্য আমদানির সময় সরাসরি রপ্তানিকারক দেশ থেকে না করে নিজস্ব অফিসের মাধ্যমেই আমদানি দেখায়। তৃতীয় দেশের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি মূল্য দেখিয়ে ভোগ্যপণ্য দেশে আনা হচ্ছে। ফলে একদিকে যেমন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত মূল্যে জনগণকে পণ্য কিনতে হচ্ছে। এর ফলে ক্রেতাদের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণকে যে কোনো সরকারের কৃতিত্ব বলে ভাবা হয়। সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করতে অসৎ ব্যবসায়ীদের একাংশ উঠেপড়ে লেগেছে। এক বছরের ব্যবধানে ৬২ শতাংশ বেশি লেনদেন প্রমাণ করছে বিদেশ থেকে পণ্য আমদানিতে কারসাজি চলছে। এ ষড়যন্ত্র রুখতে তৃতীয় দেশের মাধ্যমে আমদানিতে বাদ সাধতে হবে। ওভার ইনভয়েসিংয়ের সঙ্গে জড়িতদের রাজনৈতিক কানেকশনও খতিয়ে দেখা উচিত।
শিরোনাম
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
ওভার ইনভয়েসিং
ওরা দেশ ও দেশের মানুষকে ঠকাচ্ছে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর