শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রডের দাম সমন্বয়

ট্যারিফ কমিশনের সুপারিশ যৌক্তিক

বাংলাদেশে হু হু করে বাড়ছে রডের দাম। অবকাঠামো নির্মাণের এই অপরিহার্য উপাদানটির দাম বৃদ্ধি পাওয়ায় সংকটে পড়েছে দেশের নির্মাণ শিল্প। রডের কাঁচামাল হিসেবে ব্যবহৃত স্ক্র্যাপের দাম আন্তর্জাতিক বাজারে চার মাসে ধরে কমলেও দেশের বাজারে তার সুফলের দেখা মিলছে না নানা জটিলতায়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এ বিষয়টির সমর্থন মিলেছে। ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলেছে, রড তৈরির কাঁচামাল স্ক্র্যাপের মূল্য আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমছে। ডলারের দামও এখন স্থিতিশীল। এ অবস্থায় আন্তর্জাতিক বাজার মনিটরিং করে তারা দেশের বাজারে রডের দাম সমন্বয়ের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা হয়। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবেদনটি তৈরি করে ট্যারিফ কমিশন। দেশের ইস্পাত শিল্পের সুরক্ষায় উচ্চ শুল্কের বিষয়টি তুলে ধরে ট্যারিফ কমিশন বলছে, স্থানীয় বাজারে রডের দাম না কমায় ভোক্তারা ভোগান্তিতে পড়ছেন। গত মে মাসে প্রতি মেট্রিক টন স্ক্র্যাপের গড় আমদানি মূল্য ছিল ৫৯০ দশমিক ৭৫ ইউএস ডলার। যেটা সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে ৫২১ দশমিক ২৯ ডলারে। অর্থাৎ চার মাসের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে গড় আমদানি মূল্য ১১ দশমিক ৫ শতাংশ কমেছে। এ প্রেক্ষাপটে ভোক্তাদের স্বস্তি আনতে স্ক্র্যাপ আমদানিতে অগ্রিম আয়কর ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা এবং বিক্রয় পর্যায়ে ২ শতাংশ কর কমিয়ে ১ শতাংশ করার সুপারিশ করেছে কমিশন। রডের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বেসরকারি পর্যায়ের অবকাঠামো নির্মাণকাজ থমকে গেছে। সংকটে পড়েছে বিকাশমান ইস্পাত শিল্প।  হাজার হাজার নির্মাণ শ্রমিকের জীবন-জীবিকার ওপরও তা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সার্বিক বিবেচনায় স্ক্র্যাপ আমদানির অগ্রিম আয়কর এবং বিক্রয় পর্যায়ে কর কমানোর জন্য ট্যারিফ কমিশনের সুপারিশ যৌক্তিক এবং গুরুত্বের অধিকারী। এ বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত হবে এমনটিই প্রত্যাশিত।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর