রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পোশাক রপ্তানি

বৈশ্বিক মন্দা মোকাবিলায় শক্তি জোগাবে

বৈশ্বিক মন্দার মধ্যেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে। পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র থেকে গত ১০ মাসে রেকর্ড রপ্তানি আয় অর্জিত হয়েছে। এ বছরের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৮৪৬ কোটি ডলারের পোশাক, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৯০ হাজার কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধিভুক্ত অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটিইএক্সএ) তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ও আয় দুটোই বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে রপ্তানি আয় ৪৮ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৮৪৬ কোটি ডলার হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৫৬৯ কোটি ডলার। ২০২১ সালে মোট রপ্তানি ৭১৪ কোটি ডলারকেও ছাড়িয়ে গেছে এ বছরের প্রথম আট মাসে। ওটিইএক্সএর পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র গত ১০ মাসে বাংলাদেশ থেকে ২৭৬ কোটি বর্গমিটার পোশাক আমদানি করেছে, যা ২০২১ সালের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৯ শতাংশ বেশি। গেল বছরে আমদানির পরিমাণ ছিল ২১০ কোটি বর্গমিটারের পোশাক। সারা বিশ্ব থেকে ২০২২ সালের প্রথম ১০ মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি ৩০ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৭০৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিজিএমইএর তথ্যানুযায়ী জুলাই ও আগস্টে কিছু ক্রেতা তাদের অর্ডার স্থগিত করেছিলেন, অক্টোবরে তারা পোশাক নেওয়া শুরু করেন। চীন থেকে বাতিল হওয়া কিছু অর্ডারও বাংলাদেশ পেয়েছে। ওটিইএক্সএর তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ২৯ দশমিক ০১ শতাংশ কমে ১৬০ কোটি ডলার হয়েছে। আগের বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানির পরিমাণ ছিল ২২৬ কোটি ডলার। একইভাবে যুক্তরাষ্ট্রে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া থেকে পোশাক রপ্তানি বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি এ খাতে দেশের আয় বাড়াতে সাহায্য করবে। বিশ্বমন্দা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতাও বাড়াবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর