রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পুনরুন্নয়ন প্রকল্প

পাল্টে যাবে পুরান ঢাকার চেহারা

পুরান ঢাকাকে বাসযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ জন্য পুরান ঢাকার বংশাল, চকবাজার, ইসলামবাগ, মৌলভীবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকার পুনরুন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতা দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। জানুয়ারিতেই শুরু হবে প্রকল্পের কাজ। নগর পুনরুন্নয়নের জন্য পুরান ঢাকার যে সাতটি এলাকা চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বংশাল অন্যতম। প্রায় ১২.৭১ একর আয়তনের বংশালে আবাসিক ভবন, বাণিজ্যিক ভবনসহ প্রায় ৫০০ অবকাঠামো রয়েছে। এ এলাকার ভবনগুলো ইমারত নির্মাণের বিধান মেনে নির্মিত হয়নি। রাস্তাগুলো সংকীর্ণ। তাই বংশালে বসবাসকারীরা খুব কমই প্রাকৃতিক আলো-বাতাস পান। সরু রাস্তা থাকায় জরুরি ও দুর্যোগের সময় ভোগান্তি তৈরি হয়। নগর পুনরুন্নয়নের মাধ্যমে মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করে সুন্দর আবাসিক এলাকা নির্মাণের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্য আবারও পুনরুজ্জীবিত করা হবে। একইভাবে পুরান ঢাকার অন্য এলাকাগুলোর পুনরুন্নয়ন করা হবে। প্রকল্পের অধীনে পুনরুন্নয়নের ফলে ১.৪৬ একরের চকবাজারের পাইকারি ব্যবসা কেন্দ্র নতুন রূপ ধারণ করবে। এ এলাকায় বর্তমানে ১ হাজার ১০০টি দোকান রয়েছে। ঝুঁকিপূর্ণভাবে এখানে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা। পুরান ঢাকার ইসলামবাগ ১৪.১৪ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এ এলাকায় যেমন বিপুলসংখ্যক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে তেমনি রয়েছে নিম্নআয়ের লোকজনের বসবাস। পুনরুন্নয়নের মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ এলাকাকে বসবাস উপযোগী করে তোলা হবে। মৌলভীবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকাও পুনরুন্নয়নের মাধ্যমে ফিরে পাবে নতুন চেহারা। এ প্রকল্প বাস্তবায়নে ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এআইআইবি। এর মধ্যে ৩ মিলিয়ন ডলার দেওয়া হবে অনুদান হিসেবে। পুরান ঢাকার পুনরুন্নয়ন সম্পন্ন হলে পাল্টে যাবে হতশ্রী চেহারা। ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিতির অবসান ঘটবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর