কোনো কোনো ব্যক্তি নিজগুণে জাতীয় সত্তার সমার্থক হয়ে ওঠেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তেমনই একজন। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক হওয়ায় মুক্তিযুদ্ধের মহান বিজয়ও অসম্পূর্ণ মনে হয়েছে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু অন্তরিন থাকার কারণে। যে প্রেক্ষাপটে বাঙালি জাতির জীবনে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ ফেরার দিনটির তাৎপর্য আকাশছোঁয়া। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনারা গণহত্যা শুরু করলে সেই কঠিন পরিস্থিতিতে ২৬ মার্চের সূচনালগ্নে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পাকিস্তানি দখলদারির বিরুদ্ধে মুক্তিযুদ্ধেরও ডাক দেন তিনি। হানাদার বাহিনীর সদস্যরা বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। নির্জন কারাগারে প্রহসনের বিচারে বঙ্গবন্ধুকে ফাঁসির নির্দেশও দেওয়া হয়। একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় অর্জিত হয়। বাংলাদেশ যখন আনন্দ-উল্লাসে উত্তাল, তখনো গোটা জাতি বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তার ব্যাপারে উৎকণ্ঠিত, তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় অধীর। বিশ্বনেতারাও বঙ্গবন্ধুর মুক্তি দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। বাহাত্তর সালের জানুয়ারির ১০ তারিখ বঙ্গবন্ধু দেশে ফিরে না আসা পর্যন্ত এ দেশের অগণিত মানুষ আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে ১৯৭২ সালের ৮ জানুয়ারি রাওয়ালপিন্ডি থেকে পিআইএর একটি বিশেষ বিমান লন্ডনের উদ্দেশে রওনা হয়। বঙ্গবন্ধুর নিরাপদে লন্ডনে পৌঁছার খবর পাওয়ার পর দেশের সর্বত্র আনন্দের বন্যা বয়ে যায়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি তেজগাঁও বিমানবন্দরে নামে বঙ্গবন্ধুকে নিয়ে আসা ব্রিটিশ বিমান। মুক্তিযুদ্ধের ২৫ দিন পর প্রকারান্তরে বাঙালি জাতি পরিপূর্ণ বিজয়ের স্বাদ অনুভব করে। প্রতি বছরের মতো এ বছরও পালিত হচ্ছে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি। যত দিন বাংলাদেশ থাকবে সেই অনন্তকাল পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বঙ্গবন্ধুর নাম। স্বাধীনতার জন্য ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন বলেই বাঙালির পক্ষে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ সম্ভব হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার