বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সমঝোতা স্মারক

বাংলাদেশ-আর্জেন্টিনার বন্ধুত্ব বাড়াবে

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আর্জেন্টিনা বাংলাদেশকে সহায়তা দেবে। আর্জেন্টেনীয় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল এ ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাতিসংঘের আশঙ্কা, করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে ওঠার আগে রুশ-ইউক্রেন যুদ্ধের কুপ্রভাবে যে বৈশ্বিক মন্দা সৃষ্টি হয়েছে তাতে চলতি বছর বিশ্ব খাদ্যাভাবের শিকার হতে পারে। আশঙ্কাটা যে নিছক কল্পনা নয়, চাল-গম, ভোজ্য তেল, চিনি-ডালসহ সব খাদ্যের দাম আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক হারে বৃদ্ধি তারই প্রমাণ বহন করছে। বাংলাদেশের প্রধান দুটি খাদ্য চাল ও গমের মধ্যে চালের ক্ষেত্রে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হলেও গমের ক্ষেত্রে অনেকাংশেই পরনির্ভরশীল। আর্জেন্টিনা দুনিয়ার অন্যতম গম উৎপাদনকারী দেশ। সে দেশ থেকে গম পাওয়ার নিশ্চয়তা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখবে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কারণেই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ দেখায় দেশটি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দিতে। গতকাল দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কো-অপারেশন অ্যান্ড ট্রেড এক্সচেঞ্জ শীর্ষক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির খসড়ায় আর্জেন্টিনা বলেছে, বিশ্বব্যাপী গমের বিপুল চাহিদা থাকলেও তারা তাদের দেশে উৎপাদিত গম বাংলাদেশে যাতে সহজে রপ্তানি করতে পারে, সে লক্ষ্যেই এ সমঝোতা চুক্তির প্রস্তাব দিচ্ছে। ২৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চুক্তির খসড়াটি আর্জেন্টিনা থেকে ঢাকায় পাঠানো হয়। ২৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ খসড়া নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিটি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ চায় আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য বাড়াতে ও সে দেশে বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করতে। আশা করা হচ্ছে, সমঝোতা চুক্তির পথ ধরে এ ব্যাপারে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আলোচনা এবং গঠনমূলক সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তির পথেও বাংলাদেশের আগ্রহ রয়েছে। যা সম্পাদিত হলে উভয় দেশই লাভবান হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর