লাইলাতুননিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যরজনি আজ; যা শবেবরাত বা লাইলাতুল বারাত হিসেবেও পরিচিত। আরবিতে লাইলাতুল শব্দের অর্থ রাত আর বারাত অর্থ মুক্তি। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে পুণ্যময় লাইলাতুল বারাত হিসেবে উদযাপন করা হয়। লাইলাতুল বারাতকে মাহে রমজানের মুয়াজ্জিন হিসেবে অভিহিত করা হয়। মহান স্রষ্টা পরম করুণাময়ের কাছে মহিমান্বিত এ রাতে বান্দা পাপ থেকে মুক্তির প্রার্থনা করে। ইহলৌকিক ও পারলৌকিক শান্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের করুণা চায়। এ মহিমান্বিত রাতে আল্লাহ বান্দার প্রার্থনা শুনতে উন্মুখ থাকেন। তিনি নিজেই চান বান্দা তাঁর কাছে এ রাতে করুণা প্রার্থনা করুক। সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলার অঙ্গীকারে আবদ্ধ হোক। অসত্য, অসুন্দর ও অকল্যাণ থেকে দূরে থাকার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করুক। শবেবরাতে কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আমাদের দেশে এ রাতে আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীদের মধ্যে হালুয়া-রুটি, ফিরনি-পায়েশ বিতরণের রেওয়াজ রয়েছে। এ রাত কেন্দ্র করে অনেকে আলোকসজ্জা, পটকা ফোটানোসহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকে। এগুলো শুধু নিন্দনীয়ই নয়, ধর্মীয় দৃষ্টিতেও গুনাহর কাজ। বরকতময় এ রাতের মর্যাদা রক্ষায় মুমিনদের সতর্ক থাকতে হবে। পটকা বা অন্যান্য বাজি ফুটিয়ে যাতে শবেবরাতের পবিত্রতা ক্ষুণœœ করা না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ রাতের বরকতে আমরা যাতে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ নিশ্চিত করতে পারি তা-ই হওয়া উচিত সব বিশ্বাসী মানুষের লক্ষ্য। এ বছর শবেবরাত এমন এক সময় হাজির হয়েছে যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করেছে। এ যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে- এমন আশঙ্কাও জোরদার হয়ে উঠছে। এ পবিত্র রাতে আমরা দেশ, জাতি ও বিশ্বশান্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করব। দেশের অগ্রগতি অব্যাহত রাখার জন্য তাঁর সাহায্য চাইব। আল্লাহ আমাদের প্রতি তাঁর অশেষ রহমত বর্ষণ করুন।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার