বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটকবাহী বিলাসবহুল ক্রুজের আনাগোনা দিন দিন বাড়ছে। দেশের পর্যটনের জন্য এটি সুখবর হলেও পর্যটকদের অসচেতনতা সুন্দরবনের পরিবেশ নষ্ট করছে। গভীর বনে এসব ক্রুজ থেকে খাবার ও পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। পর্যটকরা বিভিন্ন অপচনশীল দ্রব্যসামগ্রী ফেলায় নদী ও বন আবর্জনায় ভরে উঠছে। যথেচ্ছতা চলতে থাকলে বনের জীববৈচিত্র্য ভয়াবহ ক্ষতির শিকার হবে। পর্যটকরা চাইলেও তখন আর সহজে বনের পশুপাখি দেখার সুযোগ পাবেন না। সুন্দরবনে বর্তমানে ৫০টির বেশি যাত্রীবাহী ক্রুজ চলাচল করছে। সাধারণত একটি ক্রুজে ১০ থেকে ৭৫ জন যাত্রী পরিবহন করা যায়। পরিবেশবিদদের অভিমত, সুন্দরবনের পরিবেশ রক্ষায় পর্যটক বা ক্রুজ মালিকদের সচেতন হতে হবে। বুঝতে হবে যে সুন্দরবন শুধু একটি ট্যুরিস্ট স্পট নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। পর্যটকদের অযৌক্তিক চাহিদা ক্রুজ মালিকদের পূরণ করতে হবে এমনটি ভাবা ঠিক হবে না। সুন্দরবনে কোনো ডিজে পার্টি করার ক্ষেত্রে বাদ সাধতে হবে। গানবাজনা করে বাদাবনে দূষণ করা যাবে না। ক্রুজে পাঠানো গাইডদের প্রশিক্ষণ দিতে হবে। এতে গাইডরা সুন্দরবনকে পর্যটকদের সামনে তুলে ধরতে পারবে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় জাহাজ মালিক ও গাইডদের নিয়ম মানার জন্য কঠোর হতে হবে। সুন্দরবন বাংলাদেশের মর্যাদার প্রতীক। এ বনের রয়েল বেঙ্গল টাইগার আমাদের গর্বের ধন। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় সুন্দরবন সংলগ্ন জনপদগুলোতে আঘাত ঠেকিয়ে দেয়। এ কারণে সুন্দরবন এবং এ বাদাবনসংলগ্ন নদ-নদীগুলো যাতে প্রাকৃতিক ভারসাম্যহীনতার শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দরবন দেশের পর্যটন আয়ের অন্যতম মাধ্যমে হোক এটি সবার কাম্য। কিন্তু কোনো অবস্থায় বিশ্বের এ বৃহত্তম ম্যানগ্রোভ বনের গলা টিপে ধরার মতো কান্ডজ্ঞানহীনতায় ভুগলে চলবে না। দুঃখজনক হলেও সত্যি বিদেশি পর্যটকদের দ্বারা সুন্দরবনের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ প্রায় শূন্য। এ ক্ষেত্রে আমাদের দেশের পর্যটকদের অসচেতনতা এবং কান্ডজ্ঞানহীনতাই বেশি দায়ী। সুন্দরবনের অস্তিত্বের স্বার্থে যে ব্যাপারে সতর্ক হতে হবে।
শিরোনাম
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
পর্যটন স্পট সুন্দরবন
পরিবেশ যেন বিপন্ন না হয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর