শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের সিরিজ জয়

তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন

আইরিশদের বোকা বানিয়ে ক্রিকেটের ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে টাইগাররা জিতেছে ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৮৩ রানের বিশাল ব্যবধান তুলে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট হাতে ৩৪৯ রানের পাহাড় গড়ে তুললেও বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। এর ফলে বাংলাদেশ বড় জয় থেকে যেমন বঞ্চিত হয় তেমন আইরিশ বাহিনী রক্ষা পায় ঘোরতর লজ্জা থেকে। তৃতীয় ম্যাচে আইরিশরা প্রথমে ব্যাট হাতে নেমে ১০১ রান করলে বাংলাদেশ মাত্র ২৮.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে সে টার্গেট অতিক্রম করে। সাত শ’র বেশি ওয়ানডে খেলা বাংলাদেশের এটিই প্রথম কোনো ১০ উইকেটের ব্যবধানে বিশাল জয়। একের পর এক রেকর্ডধারী তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে সিলেটে। আইরিশদের বিরুদ্ধে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো সিরিজ জয় করল টাইগাররা। একটি সিরিজ হয়েছে ড্র। আইরিশরা ভেবেছিল বাংলাদেশের উইকেট মানেই স্পিনের রাজত্ব। স্পিন মোকাবিলার উপযোগী দল সাজিয়ে তারা ধরা খেয়েছে পেসারদের কাছে। সত্তর, আশির দশকে ক্রিকেটবিশ্ব কাঁপিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, অস্ট্রেলিয়ার ডেনিস লিলি, জেফ টমসন, পাকিস্তানের ইমরান খান, ভারতের কপিল দেব, নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম ও বব উইলিশরা। নব্বই দশকে এসব তারকার দেখানো পথে মাঠে ঝড় তুলেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, অ্যালান ডোনাল্ড, চামিন্দা ভাস, ব্রেট লিরা। বিশ্বসেরা তারকা পেসারদের গতি, সুইং কিংবা বাউন্স নেই তিন টাইগার পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেনের। কিন্তু বৃহস্পতিবার তারা ঝড় তুলেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসের উইকেটে। তিন টাইগার পেসার এতটাই বিধ্বংসী মেজাজে বোলিং করেছেন যে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বোলিংয়েই দেখা যায়নি। আইরিশদের বিরুদ্ধে ব্যাটে-বলে এ বিশাল জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করলে তা হবে এক বড় অর্জন। তামিম ইকবালের নেতৃত্বাধীন টাইগারদের সিরিজ জয়ে উষ্ণ অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর