শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জাপানি বিনিয়োগ

অযুত সম্ভাবনার হাতছানি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, জাপানের সঙ্গে গত অর্ধ শতাব্দীর ঈর্ষণীয় সহযোগিতা আগামী ৫০ বছর এবং তারপরও অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশের উন্নতি অব্যাহত রাখা হবে। জাপানি ব্যবসায়ীদের জন্য নিশ্চিত করা হবে সমান সুযোগ-সুবিধা। বাংলাদেশ প্রায় ১৮ কোটি মানুষের একটি দেশ। দুনিয়ার যেসব দেশ দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে বাংলাদেশ তার মধ্যে একটি। হতদরিদ্র অবস্থা থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। বাংলাদেশের লক্ষ্য এখন উন্নত দেশে পরিণত হওয়া। বাংলাদেশের সার্বিক অগ্রগতির পেছনে জাপানের সহযোগী ভূমিকা অবিস্মরণীয়। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর আহ্বান খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ দেশের উন্নয়নে যেমন অবদান রাখবে তেমন তাতে সমভাবে লাভবান হবেন বিনিয়োগকারীরা। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে। দুনিয়ার সবচেয়ে জনবহুল এলাকা এটি। বাংলাদেশে মধ্যবিত্ত জনগোষ্ঠীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এ কারণে জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে অভ্যন্তরীণ বিশাল বাজারে তাদের পণ্য বিপণনের সুযোগ পাবেন। একইভাবে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তাদের পণ্য সহজে রপ্তানি করে লাভবান হবেন। বাংলাদেশে জ্বালানি, বন্দর এবং অবকাঠামোগত সুবিধা ধারে-কাছের যে কোনো দেশের চেয়ে ভালো। বাংলাদেশের সস্তা শ্রমও বিনিয়োগকারীদের মুনাফা নিশ্চিতকরণে অবদান রাখবে। বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চলগুলো জাপানি ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দু বলে বিবেচিত হতে পারে। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রীর জাপান সফর বাংলাদেশ সম্পর্কে সে দেশের ব্যবসায়ীদের আস্থা সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর