প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বলেছেন, জাপানের সঙ্গে গত অর্ধ শতাব্দীর ঈর্ষণীয় সহযোগিতা আগামী ৫০ বছর এবং তারপরও অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশের উন্নতি অব্যাহত রাখা হবে। জাপানি ব্যবসায়ীদের জন্য নিশ্চিত করা হবে সমান সুযোগ-সুবিধা। বাংলাদেশ প্রায় ১৮ কোটি মানুষের একটি দেশ। দুনিয়ার যেসব দেশ দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে বাংলাদেশ তার মধ্যে একটি। হতদরিদ্র অবস্থা থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। বাংলাদেশের লক্ষ্য এখন উন্নত দেশে পরিণত হওয়া। বাংলাদেশের সার্বিক অগ্রগতির পেছনে জাপানের সহযোগী ভূমিকা অবিস্মরণীয়। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর আহ্বান খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ দেশের উন্নয়নে যেমন অবদান রাখবে তেমন তাতে সমভাবে লাভবান হবেন বিনিয়োগকারীরা। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে। দুনিয়ার সবচেয়ে জনবহুল এলাকা এটি। বাংলাদেশে মধ্যবিত্ত জনগোষ্ঠীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এ কারণে জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে অভ্যন্তরীণ বিশাল বাজারে তাদের পণ্য বিপণনের সুযোগ পাবেন। একইভাবে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তাদের পণ্য সহজে রপ্তানি করে লাভবান হবেন। বাংলাদেশে জ্বালানি, বন্দর এবং অবকাঠামোগত সুবিধা ধারে-কাছের যে কোনো দেশের চেয়ে ভালো। বাংলাদেশের সস্তা শ্রমও বিনিয়োগকারীদের মুনাফা নিশ্চিতকরণে অবদান রাখবে। বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চলগুলো জাপানি ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দু বলে বিবেচিত হতে পারে। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রীর জাপান সফর বাংলাদেশ সম্পর্কে সে দেশের ব্যবসায়ীদের আস্থা সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হবে।
শিরোনাম
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
জাপানি বিনিয়োগ
অযুত সম্ভাবনার হাতছানি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর