শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

সফর বিলাসিতা

অপচয় বন্ধের নির্দেশনা অভিনন্দনযোগ্য

অহেতুক বিদেশ সফর যে আমাদের দেশের সিংহভাগ আমলার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে- এটি একটি ওপেন সিক্রেট। পুকুর কাটার প্রশিক্ষণ নিতেও তারা বিদেশ সফরের তাগিদ অনুভব করেন। লাগে টাকা দেবে গৌরী সেন এই আপ্তবাক্যে তারা রাষ্ট্রীয় তহবিলের অর্থ যথেচ্ছভাবে ব্যয় করাকে কর্তব্য বলে ভাবেন। বিদেশ ভ্রমণের বিলাসিতা বিশ্ব অর্থনৈতিক মন্দার দুঃসময়েও খুব একটা কমেনি। যেমন কমেনি গাড়ি বিলাসিতা এবং যেভাবেই হোক সরকারি অর্থের হরিলুট। অপচয় বন্ধ এবং কৃচ্ছ্র সাধনের জন্য এ পর্যন্ত শীর্ষ পর্যায় থেকে বারবার তাগিদ দেওয়া হলেও খুব একটা কাজে আসেনি। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) সভায় দেওয়া এক অনুশাসনে প্রধানমন্ত্রী মন্ত্রী ও আমলাদের অহেতুক বিদেশ সফর নিরুৎসাহিত করতে অনুশাসন দিয়েছেন। তিনি মন্ত্রী ও আমলাদের কৃচ্ছ্রসাধনের তাগিদ দিয়েছেন। বলেছেন ব্যয় বন্ধ করা হবে না। ব্যয় বন্ধ হলে অর্থনীতি অচল হয়ে যাবে। যেখানে দরকার সেখানে অবশ্যই ব্যয় করতে হবে। তবে অহেতুক ব্যয়, আয়েশি ব্যয়, বিলাসী মনোভাব পরিহার করতে হবে। ঐতিহ্যগতভাবে যদি কারও এসব মনোভাব থেকেও থাকে তা ভুলে যেতে হবে। এনইসি সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর অনুশাসনগুলোর কথা তুলে ধরেন। কৃচ্ছ্রসাধনের কথা বলে মন্ত্রী বলেন, টাকা ঘরে রেখে আমরা ঘুমাব না। যেখানে নিয়ম ও আইন অনুযায়ী দরকার সেখানে ব্যয় করব এবং যেখানে লাভ হওয়ার সম্ভাবনা বেশি। টাকায় না হোক সেবায় লাভ হয়, জনগণের তুষ্টি হয়। প্রধানমন্ত্রী সরকারের আমলা, কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের অহেতুক বিদেশ সফর নিরুৎসাহিত করতে বলেছেন। ইতোমধ্যে এটা নিরুৎসাহিত করা হয়েছে। আগামীতে আরও নিরুৎসাহিত করা হবে। এনইসির সভায় সরকারি অর্থের অপচয় বন্ধে প্রধানমন্ত্রীর অনুশাসন প্রশংসার দাবিদার। এটি বাস্তবায়নে যাতে হেলাফেলা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর