মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের সিরিজ জয়

অভিনন্দন তামিম ইকবাল বাহিনীকে

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেটে সিরিজ জয় করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম খেলা বরবাদ হয়ে যায় বৃষ্টিতে। বাংলাদেশ তাদের ইনিংস শেষ করলেও আয়ারল্যান্ড খেলা শুরুর পর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়। রুদ্ধ হয় বাংলাদেশের স্বপ্ন। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ৩১৯ রান করে বাংলাদেশের সামনে ছুড়ে দেয় পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে জিতে আসে টাইগাররা তিন উইকেট হাতে রেখে। রবিবার বাংলাদেশ টসে হেরে ২৭৪ রানে শেষ করে ইনিংস। যে মাঠে ৩০০ রানের বেশি করেও জেতা কঠিন হয়ে দাঁড়ায় সে মাঠে টাইগারদের ইনিংস ছিল সাদামাটা। কিন্তু বোলারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত হাসি নিয়েই মাঠ ত্যাগ করে তামিম ইকবাল বাহিনী। ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। আগের ওভারে তারা করেছিল ১৪ রান। চেমসফোর্ডে তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এমন টার্গেট টপকে উৎসব, উচ্ছ্বাসে মেতে ওঠা কঠিন ছিল না আয়ারল্যান্ডের। কিন্তু পারেননি আইরিশ ব্যাটাররা। তরুণ টাইগার পেসার হাসান মাহমুদ গতির পরিবর্তন ও ইয়র্কারে দুর্দান্ত বোলিং করে শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। হাসানের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ রানের নাটকীয় জয় পায় বাংলাদেশ। টানা দুই জয়ে ৩ ম্যাচ সিরিজ তামিম বাহিনী জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। এ নিয়ে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। বছরের প্রথম সিরিজে ইংল্যান্ড ২-১, ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ২-০ এবং অ্যাওয়ে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। রবিবার অসাধারণ বোলিং করে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচ পর খেলতে নেমে বিধ্বংসী মেজাজে বোলিং করা মুস্তাফিজের স্পেল ছিল ১০-১-৪৪-৪। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শান্ত। অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘকাল পর হাফ সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন। সিরিজ জয়ী টাইগারদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর