স্বল্পোন্নত দেশগুলো তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পায়। যে সুবিধা স্বাধীনতার পর থেকেই পেয়ে আসছে বাংলাদেশ। দুনিয়ার সবচেয়ে গরিব দেশ থেকে বাংলাদেশের শিরস্ত্রাণে এখন উন্নয়নশীল দেশের তকমা। এর ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের রপ্তানি খাত। আশার কথা, উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হওয়ার পর আরও তিন বছর রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্ববাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে হিসেবে ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত বিশ্ববাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। আবুধাবিতে শুক্রবার শেষ হওয়া ডব্লিউটিওর ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের খসড়া ঘোষণায় নেওয়া হয় এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। বিশ্ববাণিজ্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এবারের সম্মেলনে ১৬৪টি দেশের বাণিজ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত বাজার সুবিধা, কৃষি ও মৎস্য খাতে ভর্তুকি এবং মেধাস্বত্ব সুবিধা বহাল রাখার বিষয়ে বাংলাদেশের তৎপরতা সফল হয়। সম্মেলনে সদ্য উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্পোন্নত দেশের সব শুল্ক সুবিধা কার্যকর রাখা না গেলেও সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা ও পণ্যের বিষয়গুলো বিবেচনায় রাখার ব্যাপারে সম্মতি দেওয়া হয়। ফলে সম্মেলনের খসড়া ঘোষণায় তা স্থান পায়। এ সম্মেলনের সিদ্ধান্ত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠেয় বিশ্ববাণিজ্য সংস্থার ১৪তম সম্মেলনে উত্থাপন করা হবে। বাংলাদেশ আর দুই বছর পর অর্থাৎ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হবে। তারপরও তিন বছর রপ্তানি ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। অর্থাৎ বর্তমান সরকারের পুরো মেয়াদটাই এ সুবিধা ভোগ করা যাবে। তবে এখন থেকেই শুল্কমুক্ত সুবিধা ছাড়াই বহির্বিশ্বে পণ্য রপ্তানির জন্য প্রস্তুতি নিতে হবে। বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নিতে হবে উদ্যোগ। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ এক্ষেত্রে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
শিরোনাম
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা