স্বল্পোন্নত দেশগুলো তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পায়। যে সুবিধা স্বাধীনতার পর থেকেই পেয়ে আসছে বাংলাদেশ। দুনিয়ার সবচেয়ে গরিব দেশ থেকে বাংলাদেশের শিরস্ত্রাণে এখন উন্নয়নশীল দেশের তকমা। এর ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের রপ্তানি খাত। আশার কথা, উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হওয়ার পর আরও তিন বছর রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিশ্ববাণিজ্য সংস্থা ডব্লিউটিওর সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে হিসেবে ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত বিশ্ববাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। আবুধাবিতে শুক্রবার শেষ হওয়া ডব্লিউটিওর ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের খসড়া ঘোষণায় নেওয়া হয় এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। বিশ্ববাণিজ্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এবারের সম্মেলনে ১৬৪টি দেশের বাণিজ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত বাজার সুবিধা, কৃষি ও মৎস্য খাতে ভর্তুকি এবং মেধাস্বত্ব সুবিধা বহাল রাখার বিষয়ে বাংলাদেশের তৎপরতা সফল হয়। সম্মেলনে সদ্য উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্পোন্নত দেশের সব শুল্ক সুবিধা কার্যকর রাখা না গেলেও সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা ও পণ্যের বিষয়গুলো বিবেচনায় রাখার ব্যাপারে সম্মতি দেওয়া হয়। ফলে সম্মেলনের খসড়া ঘোষণায় তা স্থান পায়। এ সম্মেলনের সিদ্ধান্ত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠেয় বিশ্ববাণিজ্য সংস্থার ১৪তম সম্মেলনে উত্থাপন করা হবে। বাংলাদেশ আর দুই বছর পর অর্থাৎ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হবে। তারপরও তিন বছর রপ্তানি ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। অর্থাৎ বর্তমান সরকারের পুরো মেয়াদটাই এ সুবিধা ভোগ করা যাবে। তবে এখন থেকেই শুল্কমুক্ত সুবিধা ছাড়াই বহির্বিশ্বে পণ্য রপ্তানির জন্য প্রস্তুতি নিতে হবে। বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নিতে হবে উদ্যোগ। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ এক্ষেত্রে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
উন্নয়নশীলে উত্তরণ
তিন বছর পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর