করোনাভাইরাসের পর থেকেই চলছে বিশ্বমন্দা। রুশ-ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলি হামলা সে মন্দা আরও অসহনীয় করে তুলেছে। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসার পেছনে অন্য সবকিছুর পাশাপাশি অর্থনৈতিক দুর্ভোগ অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। গণ অভ্যুত্থান এবং পরবর্তী অস্থিতিশীল ঘটনাবলি দেশের অর্থনীতির জন্য নানামুখী সংকট ডেকে এনেছে। দেশবাসীর সমর্থনধন্য অন্তর্বর্তী সরকারের জন্য দেশে যথা দ্রুত নির্বাচনের আয়োজন করার পাশাপাশি রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনা এবং অর্থনীতিকে জোরদার ভিত্তির ওপর দাঁড় করানো কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, গত ছয় মাসে এসব ক্ষেত্রে সরকার কতটা এগোতে পেরেছে, তা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনে গণতন্ত্রের প্রতি শাসক চক্র ভ্রƒকুটি দেখালেও উন্নয়নের চমক দেখিয়ে দেশবাসীকে সম্মোহিত রাখার কৃতিত্ব দেখিয়েছে। কিন্তু গত ছয় মাসে উন্নয়ন কার্যক্রমে গতি না থাকলেও ঢালাওভাবে বাড়ছে অনুন্নয়ন ব্যয়। চলতি অর্থবছরের প্রথম চার মাস, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর চার মাসে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা বেশি খরচ হয়েছে। বিশেষজ্ঞরা এই ব্যয়কে সরকারের আর্থিক বিশৃঙ্খলার উদাহরণ হিসেবে উল্লেখ করে বলছেন, ব্যয়ের ক্ষেত্রে সতর্ক না হলে সামনের দিনগুলোতে সমস্যা আরও বাড়বে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের অর্থনীতিবিষয়ক পর্যালোচনায় উঠে এসেছে সরকারের বাজেট বিশৃঙ্খলার বিষয়টি। অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে অনুন্নয়ন বাজেটের ব্যবহার ২৪ শতাংশে পৌঁছেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে অনুন্নয়ন বাজেটের ব্যবহার ছিল ১৯ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে জুলাই-অক্টোবর সময়কালে উন্নয়ন বাজেটে বরাদ্দ অর্থের মাত্র ৬ দশমিক ১ শতাংশ ব্যয় হয়েছে, গত অর্থবছরের একই সময়ে এডিপি ব্যয় ছিল ৮ দশমিক ৯ শতাংশ। সোজা কথায় অর্থ সাশ্রয়ের নামে উন্নয়ন ব্যয় কমানো হলেও অনুন্নয়ন খাতে ব্যয় বেড়েছে। বাজেটে রাশি রাশি টাকা খরচ করা হয় প্রজাতন্ত্রের কর্মচারী পোষার জন্য। একমাত্র উন্নয়ন কর্মকাণ্ডের কিছুটা সুফল জনগণ পায়। সেখানে ঘাটতি রেখে অনুন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি দেশবাসীর জন্য কোনো সুখবর নয়। প্রত্যাশিত নয় এমন বিচ্যুতি।
শিরোনাম
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
অনুন্নয়ন ব্যয়
দেশবাসীর জন্য সুখবর নয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৫ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
৮ ঘণ্টা আগে | জাতীয়