গাজায় বছরব্যাপী গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর যুদ্ধবিরতিতে আশাবাদী হয়ে উঠেছিল বিশ্ববাসী। তাদের হতাশ করে গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের পথে হাঁটছে ইসরায়েল ও তার মুরব্বিরা- এমন সংশয় দানা বেঁধে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেও ওই ছিটমহল নিয়ে তাঁর দেশ এমন এক প্রস্তাব দিয়েছে, যাতে মনে হচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নিয়ে পুনর্গঠনের জন্য গাজার দখল নিতে চাচ্ছে। ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবকে ভালো চোখে দেখছে না বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। ইতোমধ্যে ফিলিস্তিনি ছিটমহল গাজায় জাতিগত নির্মূল এড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী কোনো দেশে পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটি যুক্তরাষ্ট্র দখলে নেবে, ট্রাম্প এমন প্রস্তাব করার পর জাতিসংঘ মহাসচিব ট্রাম্পকে তা থেকে বিরত থাকার যে পরামর্শ দিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার জাতিসংঘের ফিলিস্তিন-সম্পর্কিত কমিটির পূর্বনির্ধারিত বৈঠকে গুতেরেস বলেছেন, গাজা সমস্যা সমাধানের সন্ধান করতে গিয়ে আমরা পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারি না। যে কোনো ধরনের জাতিগত নির্মূল এড়ানো যে অপরিহার্য, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বলেছেন, ফিলিস্তিনের ক্ষেত্রে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করার বিকল্প নেই। ওই বৈঠকের আগে গুতেরেস জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে গাজা ও সংলগ্ন অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত বলেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় বাদশা আবদুল্লাহ আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে একটি সমন্বিত বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেবেন। স্মর্তব্য, ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে জাতিসংঘ দীর্ঘদিন যাবৎ দুই রাষ্ট্রব্যবস্থার কথা বলে আসছে। নিরাপদ সীমানার মধ্যে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা পাশাপাশি দুই রাষ্ট্রে বসবাস করবে। ফিলিস্তিনিরা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়। এতে জাতিসংঘের সম্মতি রয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই।
শিরোনাম
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
- সরাইলে দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
- সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: ছেলে ৩ দিনের রিমান্ডে
- সত্যিই কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান?
- বরিশালে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশ
- বিজয় হত্যা মামলা: সাবেক এমপি মিল্লাতসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
- গাইবান্ধায় বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২
- মেহেরপুরে সদর উপজেলার উদ্যোগে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
প্রকাশ:
০০:০০, শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
২৩:১২, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
গাজা নিয়ে ষড়যন্ত্র
স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর