গাজায় বছরব্যাপী গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর যুদ্ধবিরতিতে আশাবাদী হয়ে উঠেছিল বিশ্ববাসী। তাদের হতাশ করে গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের পথে হাঁটছে ইসরায়েল ও তার মুরব্বিরা- এমন সংশয় দানা বেঁধে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেও ওই ছিটমহল নিয়ে তাঁর দেশ এমন এক প্রস্তাব দিয়েছে, যাতে মনে হচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নিয়ে পুনর্গঠনের জন্য গাজার দখল নিতে চাচ্ছে। ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবকে ভালো চোখে দেখছে না বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। ইতোমধ্যে ফিলিস্তিনি ছিটমহল গাজায় জাতিগত নির্মূল এড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী কোনো দেশে পুনর্বাসিত করার পর যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটি যুক্তরাষ্ট্র দখলে নেবে, ট্রাম্প এমন প্রস্তাব করার পর জাতিসংঘ মহাসচিব ট্রাম্পকে তা থেকে বিরত থাকার যে পরামর্শ দিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার জাতিসংঘের ফিলিস্তিন-সম্পর্কিত কমিটির পূর্বনির্ধারিত বৈঠকে গুতেরেস বলেছেন, গাজা সমস্যা সমাধানের সন্ধান করতে গিয়ে আমরা পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারি না। যে কোনো ধরনের জাতিগত নির্মূল এড়ানো যে অপরিহার্য, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বলেছেন, ফিলিস্তিনের ক্ষেত্রে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করার বিকল্প নেই। ওই বৈঠকের আগে গুতেরেস জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে গাজা ও সংলগ্ন অঞ্চলের পরিস্থিতি নিয়ে কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত বলেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় বাদশা আবদুল্লাহ আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে একটি সমন্বিত বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দেবেন। স্মর্তব্য, ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে জাতিসংঘ দীর্ঘদিন যাবৎ দুই রাষ্ট্রব্যবস্থার কথা বলে আসছে। নিরাপদ সীমানার মধ্যে ফিলিস্তিনি ও ইসরায়েলিরা পাশাপাশি দুই রাষ্ট্রে বসবাস করবে। ফিলিস্তিনিরা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র গঠন করতে চায়। এতে জাতিসংঘের সম্মতি রয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই।
শিরোনাম
- শবে কদরে দেশ ও জাতির কল্যাণ কামনায় তারেক রহমান
- আর্থিক সংকটে বিশ্বমঞ্চে যেতে অনিশ্চয়তায় শাবির ‘সাইনটক’
- কুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- নীলফামারীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন
- নির্বাচনে যত বিলম্ব হবে, সরকার তত বিপদে পড়বে: গয়েশ্বর
- বাউবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার
- বান্দরবান জেলা আ.লীগ নেতা লক্ষ্মীপদ কারাগারে
- ১০ ওভারেই পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড
- রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার
- চাঁদপুরে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
- প্রথম জয়ের খোঁজে আজ মুখোমুখি কলকাতা-রাজস্থান
- স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
- মেট্রোরেলের আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন চালু
- খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়ল ১৬ দোকান
- স্বেচ্ছায় গেজেট বাতিলের আবেদন ১২ অমুক্তিযোদ্ধার
- বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
- খাগড়াছড়িতে শ্রদ্ধা-ভালোবাসায় স্বাধীনতা দিবস উদযাপিত
- দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ
- অনাস্থা ভোটে টিকে গেলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রকাশ:
০০:০০, শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
২৩:১২, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
গাজা নিয়ে ষড়যন্ত্র
স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নেই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর