করোনা মহামারি সারা বিশ্বের মতো বাংলাদেশেও যে ব্যাপক মৃত্যু ও আক্রান্তের বিভীষিকা চালিয়ে গেছে, তা এ সময়ের মানুষ কখনো ভুলবে না। আবার শঙ্কা বাড়াচ্ছে দুই ভাইরাস। দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পাঁচজনের শরীরে এ ভাইরাস মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। বলা হয়েছে, সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে তারা এ তথ্য পেয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হলে রোগীর মধ্যে নানা স্নায়বিক রোগের গুরুতর সংকট দেখা দিতে পারে। ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে। দুশ্চিন্তার বিষয় হচ্ছে, এর লক্ষণ ডেঙ্গুর মতো হলেও ৮০ শতাংশ ক্ষেত্রে তা ধরা পড়ে না। আর এ ভাইরাস শরীরে থাকে বছরজুড়ে। জিকা আক্রান্তের সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমেও এ রোগ সংক্রমিত হয়। জিকা আক্রান্ত হয়ে গর্ভবতী হলে অথবা গর্ভবতী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে পারে শিশু। ফলে এই বিপজ্জনক ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যদিকে একই সময়, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর এলো। পাবনা-রাজশাহী-বরিশালে এ তিন হতভাগ্য মারা গেছেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, বাদুড়ের মূত্র বা লালার মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। বাদুড় যখন খেজুরের রস খায়, মানুষ সেই রস কাঁচা খেলে আক্রান্ত হয়ে পড়ে। তারপর আক্রান্ত ব্যক্তির মাধ্যমে তার পরিবারের সদস্য, পরিচিতরা, এমনকি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হতে পারেন। নিপাহ থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস এবং আধখাওয়া কোনো ফল কিছুতেই খাওয়া চলবে না। সার্বিকভাবে ডেঙ্গু, জিকা বা নিপাহ ভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন থাকতে হবে। ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডেঙ্গুর মতোই জিকা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া। জিকা-নিপাহ উভয় ভাইরাস সম্পর্কেই জনসাধারণকে বিশেষভাবে সচেতন করা প্রয়োজন। পাশাপাশি এসব রোগ চিকিৎসায় হাসপাতালগুলোকে যথাযথ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। পর্যাপ্ত ওষুধ, সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল তৈরি রাখতে হবে; যেন রোগীদের দুর্ভোগ হ্রাস এবং মৃত্যু শূন্যে নামিয়ে আনা যায়।
শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
ফের দুই ভাইরাস
প্রতিরোধে সচেতনতা, প্রতিকারে প্রস্তুতি চাই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
১ ঘণ্টা আগে | জাতীয়

সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
২ ঘণ্টা আগে | দেশগ্রাম