দেশের অর্থনীতি ভালো নেই। গত দেড় দশকে কখনো এমন সংকটে পড়েননি ব্যবসায়ীরা। এ কথা ঠিক করোনার পর থেকে বিশ্ব অর্থনীতি মন্দা অবস্থার শিকার। ইউক্রেন ও গাজার যুদ্ধে মন্দা আরও ঘনীভূত হয়েছে। নাজুক অর্থনীতির কারণেই জীবিকার সংকটে ন্যুব্জে পড়া দেশবাসী বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিল। পৌনে ১৬ বছরের স্বৈরশাসনের পতন ঘটে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে। কিন্তু গত সাত মাসে ছাত্র-জনতার সমর্থনে দেশ পরিচালনার হাল ধরেছে যে সুশীল সরকার, তারা অর্থনীতির জন্য এ যাবৎ কোনো সুখবর দিতে ব্যর্থ হয়েছে। সরকারের উপদেষ্টা পরিষদে দেশসেরা অর্থনীতিবিদদের উপস্থিতি সত্ত্বেও বাস্তবতার বদলে তত্ত্বের ওপর জোর দেওয়ার ভ্রান্তি সরকারের সুনামের জন্যই বিড়ম্বনা ডেকে আনছে। স্বাধীনতা-পরবর্তী ৫৪ বছরের অভিজ্ঞতা প্রমাণ করেছে, দেশকে এগিয়ে নিতে বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে। এ মুহূর্তে দেশের অর্থনীতিতে গতি আনতে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও বিশেষ প্রণোদনা প্রয়োজন। উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা মোকাবিলায় বেসরকারি খাতকে সহায়তা করার কোনো বিকল্প নেই। তাদের মতে, তিনভাবে বেসরকারি খাতকে সহায়তা করা যেতে পারে। সেগুলো হলো আর্থিক সহায়তা, আর্থিক প্রণোদনা ও অবকাঠামো উন্নয়ন। আর্থিক সহায়তার আওতায় বেসরকারি খাতকে স্বল্প সুদে ঋণ অথবা গ্যারান্টি প্রদান করা হলে বাজারে নগদ টাকার সরবরাহ বাড়বে এবং বিনিয়োগ প্রবৃদ্ধি হবে। ঋণ পরিশোধেও সুবিধাজনক সময় দেওয়ার পাশাপাশি ডাউন পেমেন্ট ছাড়া অথবা সর্বনিম্ন ডাউন পেমেন্টে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ পুনঃ তফসিল বা পুনর্গঠনের ব্যবস্থা করা হলে বেসরকারি কোম্পানিগুলো ঘুরে দাঁড়াবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত হবে। দেশের ব্যাংকব্যবস্থায় আন্তর্জাতিক মানের উদারনীতির প্রবর্তন করাও প্রয়োজন। আন্তর্জাতিক মানের ব্যাংকিং চর্চার উদ্যোগ নিতে হবে। পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করতে হবে জরুরিভাবে। উৎপাদন খরচ কমানোর সুযোগ সৃষ্টি হলে মূল্যস্ফীতিতে লাগাম পরানো সম্ভব হবে। ব্যবসায়ীদের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক গড়ে তোলা দরকার। তাদের প্রতিপক্ষ ভাবায় ভুল পথ থেকে সরে আসতে হবে।
শিরোনাম
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
ভালো নেই অর্থনীতি
ঘুরে দাঁড়ানোর পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর