জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরশাসন অবসানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক সুখকর নয়। আগস্টে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে মোদি সরকার নানা অপকৌশলে বাংলাদেশকে বিব্রত, অস্থিতিশীল ও বিপন্ন করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আকছার আন্তর্জাতিক রীতিনীতি, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। তাতে নিজ দেশে বিজেপি সরকার তীব্র সমালোচনা, প্রতিবাদ, বিক্ষোভের শিকার হলেও, প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গেই বিবাদে জড়াচ্ছে। আর এ ক্ষেত্রে বাংলাদেশ যেন তার প্রধান টার্গেট। বাংলাদেশিদের জন্য ভিসা সংকোচন, স্থলপথে ট্রানজিট সুবিধা বন্ধ ইত্যাদি সিদ্ধান্তে ভারত নিজেই বিবিধ সমস্যার শিকার হচ্ছে। চিকিৎসা ও পর্যটন-বাণিজ্যে ধস নেমেছে পশ্চিমবঙ্গ, চেন্নাই, ভেলোরসহ বিভিন্ন ধর্মীয় পুণ্যস্থানেও। ধুঁকছে কলকাতার হাসপাতাল, হোটেল-রেস্তোরাঁ, পরিবহনসহ রকমারি ব্যবসা-বাণিজ্য। তারপরও মোদি প্রশাসনের কুটচাল থেমে নেই। বাংলাদেশকে চাপে রাখার আরেক কৌশল হিসেবে ‘পুশব্যাক’ তৎপরতা চালাচ্ছে। যেটা আমাদের জন্য ‘পুশইন’। ভারত তাদের বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন অবৈধ অভিবাসী ধরে গণহারে বাংলাদেশি চিহ্নিত এবং সীমান্ত এলাকায় জড়ো করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। তার মধ্যে অনেক রোহিঙ্গা, এমনকি জন্মসূত্রে ভারতীয় নাগরিকও থাকছে। বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধে কিছু ক্ষেত্রে ব্যর্থ হলেও, বিস্তীর্ণ সীমান্তের অরক্ষিত স্থান দিয়ে সুযোগ পেলেই অসংখ্য মানুষকে ঠেলে দিচ্ছে। এদের অনেককেই বিজিবি আটক করে নাগরিকত্ব যাচাই করছে। ভারতের এ অন্যায্য পুশইন চেষ্টা উদ্বেগজনক। কারণ পুশইন বা পুশব্যাক কোনো আইনসম্মত পদ্ধতি নয়। এটা ভারতের উসকানিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাসী, এমনকি প্রশিক্ষিত চরদের অনুপ্রবেশের আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলো কঠোর নজরদারিতে আনা জরুরি। যেখানেই পুশইনের চেষ্টা, সেখানেই শক্ত প্রতিরোধ গড়তে হবে। পুশইন-পুশব্যাক যা-ই হোক, হতে হবে নিয়মতান্ত্রিক কূটনৈতিক পদ্ধতিতে। যেটা বাংলাদেশ করে থাকে। ভারতের বৈরী মনোভাবাপন্ন কোনো হটকারী পদক্ষেপ মানবে না নতুন বাংলাদেশ। নতজানু পররাষ্ট্রনীতির সেই দিন আজ অতীত। এটা ভারতকে বুঝতে হবে।
শিরোনাম
- স্টার সিনেপ্লেক্সে স্কারলেট বনাম জম্বিদের ভয়াল লড়াই
- মেলবোর্নে বিশেষ সম্মাননা পাচ্ছেন আমির খান
- ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালের পরিচালক নিহত
- ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের
- কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান টুন্ডা বাবু গ্রেফতার
- বৈদেশিক মুদ্রা জামানত রেখে টাকায় ঋণ নেওয়ার সুযোগ
- পবিত্র আশুরা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি
- পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
- পরিবেশ রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে বাংলাদেশ
- সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতার মৃত্যু
- যেসব ফোনে চলবে না গুগল ক্রোম
- শাবিপ্রবির ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
- স্ত্রীর কিডনিতে জীবন ফিরে পেয়ে পরকীয়ায় জড়ালেন স্বামী!
- নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয় : ফখরুল
- টানা তিন দিন বন্ধ পুঁজিবাজার
- অফলাইনে যেভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপ
- সোনারগাঁয়ে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
- পটুয়াখালী বিএনপির সভাপতি স্নেহাংশু, সম্পাদক টোটন
- অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি: হংকংকে হারিয়ে দারুন শুরু বাংলাদেশের
- জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা
পুশইন-পুশব্যাক
মানতে হবে নিয়মতান্ত্রিক পদ্ধতি
প্রিন্ট ভার্সন
