জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরশাসন অবসানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক সুখকর নয়। আগস্টে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে মোদি সরকার নানা অপকৌশলে বাংলাদেশকে বিব্রত, অস্থিতিশীল ও বিপন্ন করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আকছার আন্তর্জাতিক রীতিনীতি, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে। তাতে নিজ দেশে বিজেপি সরকার তীব্র সমালোচনা, প্রতিবাদ, বিক্ষোভের শিকার হলেও, প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গেই বিবাদে জড়াচ্ছে। আর এ ক্ষেত্রে বাংলাদেশ যেন তার প্রধান টার্গেট। বাংলাদেশিদের জন্য ভিসা সংকোচন, স্থলপথে ট্রানজিট সুবিধা বন্ধ ইত্যাদি সিদ্ধান্তে ভারত নিজেই বিবিধ সমস্যার শিকার হচ্ছে। চিকিৎসা ও পর্যটন-বাণিজ্যে ধস নেমেছে পশ্চিমবঙ্গ, চেন্নাই, ভেলোরসহ বিভিন্ন ধর্মীয় পুণ্যস্থানেও। ধুঁকছে কলকাতার হাসপাতাল, হোটেল-রেস্তোরাঁ, পরিবহনসহ রকমারি ব্যবসা-বাণিজ্য। তারপরও মোদি প্রশাসনের কুটচাল থেমে নেই। বাংলাদেশকে চাপে রাখার আরেক কৌশল হিসেবে ‘পুশব্যাক’ তৎপরতা চালাচ্ছে। যেটা আমাদের জন্য ‘পুশইন’। ভারত তাদের বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন অবৈধ অভিবাসী ধরে গণহারে বাংলাদেশি চিহ্নিত এবং সীমান্ত এলাকায় জড়ো করে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। তার মধ্যে অনেক রোহিঙ্গা, এমনকি জন্মসূত্রে ভারতীয় নাগরিকও থাকছে। বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধে কিছু ক্ষেত্রে ব্যর্থ হলেও, বিস্তীর্ণ সীমান্তের অরক্ষিত স্থান দিয়ে সুযোগ পেলেই অসংখ্য মানুষকে ঠেলে দিচ্ছে। এদের অনেককেই বিজিবি আটক করে নাগরিকত্ব যাচাই করছে। ভারতের এ অন্যায্য পুশইন চেষ্টা উদ্বেগজনক। কারণ পুশইন বা পুশব্যাক কোনো আইনসম্মত পদ্ধতি নয়। এটা ভারতের উসকানিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাসী, এমনকি প্রশিক্ষিত চরদের অনুপ্রবেশের আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকাগুলো কঠোর নজরদারিতে আনা জরুরি। যেখানেই পুশইনের চেষ্টা, সেখানেই শক্ত প্রতিরোধ গড়তে হবে। পুশইন-পুশব্যাক যা-ই হোক, হতে হবে নিয়মতান্ত্রিক কূটনৈতিক পদ্ধতিতে। যেটা বাংলাদেশ করে থাকে। ভারতের বৈরী মনোভাবাপন্ন কোনো হটকারী পদক্ষেপ মানবে না নতুন বাংলাদেশ। নতজানু পররাষ্ট্রনীতির সেই দিন আজ অতীত। এটা ভারতকে বুঝতে হবে।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
পুশইন-পুশব্যাক
মানতে হবে নিয়মতান্ত্রিক পদ্ধতি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর