শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়- জাপান সফরকালে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি করেছে। সরকার নির্বাচন নিয়ে টালবাহানার আশ্রয় নিতে চাচ্ছে কি না, বড়মাপে প্রশ্ন সৃষ্টি করেছে। বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা এখন শতাধিক। এর মধ্যে ৫০টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। এসব দলের দু-একটি বাদে সব দল ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। কোনো কোনো দল মনে করে নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে সেহেতু আগস্ট-সেপ্টেম্বরেও নির্বাচন সম্ভব। প্রধান উপদেষ্টা দেশে বসে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার তত্ত্ব ফেরি করলেও বিদেশে গিয়ে শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, এমন বক্তব্য রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আস্থার সম্পর্কে ব্যত্যয় ঘটিয়েছেন কি না, সে প্রশ্ন জোরেশোরে উচ্চারিত হচ্ছে। যে দলটিকে তিনি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার জন্য অভিযুক্ত করেছেন, সেই দলটি এ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে পাঁচবার দেশশাসনের ম্যান্ডেট পেয়েছে। কিংস পার্টি নামে পরিচিত জনসমর্থনশূন্য দু-তিনটি দল বাদে প্রায় সব দল চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। জনসমর্থিত দলগুলোর মধ্যে একমাত্র জামায়াতে ইসলামী আগামী রোজার আগে অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পক্ষপাতী। সংসদে প্রতিনিধিত্ব ছিল এমন অনেক দল নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করাকেও সময়ক্ষেপণ বলে মনে করছে। সিপিবি, এলডিপি, বাংলাদেশ জাসদসহ বিভিন্ন দলের নেতাদের বক্তব্য তাঁরা যতবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, ততবারই ডিসেম্বরের আগে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন। প্রধান উপদেষ্টা যে দলটিকে ডিসেম্বরে নির্বাচন চাওয়ার একক কৃতিত্ব দিতে চেয়েছেন, সেই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, ৪০টির বেশি দলের সঙ্গে তিনি নিজে লিয়াজোঁ করেছেন। তারা সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের পক্ষপাতী। বর্তমান সরকার সুনিশ্চিতভাবেই অনির্বাচিত সরকার। রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের শক্তির উৎস। তাদের সঙ্গে সম্পর্কে চিড় ধরে এমন বেফাঁস বক্তব্য এড়িয়ে চলাই সরকারের জন্য যথার্থ হবে। নির্বাচন বিলম্বিত হওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে বিবেচিত হতে পারে। যা কাক্সিক্ষত হওয়া উচিত নয়।
শিরোনাম
- আওয়ামী রাজনীতি থেকে পরিত্রাণের উপায়
- নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না : তৃপ্তি
- যারা ভোট চান না তাদের দল করার দরকার কী, প্রশ্ন আমীর খসরুর
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়
- ৫৩ বছরে থেমে গেল ফিশ ভেঙ্কটের জীবন
- সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার
- শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন আটক
- শাবিপ্রবিতে শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল
- কুমিল্লায় লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন
- ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- বাগেরহাটে ৯ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
- নড়াইলে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ২০
- শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ
- বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ঢাকায় গ্রেফতার
- ‘আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’
- 'সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন'
- জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদ স্মরণে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন
- নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপণ
নির্বাচনে অনিশ্চয়তা
গণতন্ত্রের জন্য অশনিসংকেত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর