ছাত্র-জনতার জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরসরকার পতনের পর থেকেই দলবেঁধে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ছে সারা দেশে। বিষয়টা জাতির এমনই বিরক্তির কারণ ঘটিয়েছে যে প্রথমে এটাকে মব জাস্টিস বলা হলেও এখন ত্যক্তবিরক্ত জনগণ বলছে, ‘মব ফ্যাসিজম’ বা বিশৃঙ্খল দুর্বৃত্তায়নের স্বৈরাচার। মব জাস্টিস কোনো গ্রহণযোগ্য শব্দবন্ধ নয়। বিশৃঙ্খল জনতার হাতে সুবিচার হতে পারে না। এর কোনো অধিকারও কারও নেই। অথচ সরকারি অফিস থেকে বেসরকারি প্রতিষ্ঠান, বড় ব্যবসায়ী থেকে মুদি ব্যবসায়ও হানা দিয়েছে মব নামধারী টাউট, ছিনতাইকারী ও চাঁদাবাজ। বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে অনেকেই পাড়া-মহল্লায় গড়ে তুলেছে কিশোর গ্যাং। তারা এলাকা-মহল্লাবাসীর নির্ঝঞ্ঝাট জীবনযাত্রা বিঘ্নিত-দুর্বিষহ করে তুলছে। এদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকাংশেই ব্যর্থ হচ্ছে। এদের মোকাবিলা যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা ইতোমধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, এখনই কঠোর হাতে দমনের মিশনে নামা উচিত। না হলে রাষ্ট্র ও সমাজে এর ব্যাপক বিরূপ প্রভাব ছড়িয়ে পড়তে পারে। জুলাই বিপ্লবের পরপরই পুলিশ-প্রশাসনের নির্লিপ্ততা, নতুন সরকারের গুছিয়ে ওঠা এবং একটা নতুন সমাজ বিনির্মাণের প্রচেষ্টায় প্রকৃত দেশপ্রেমীদের ব্যস্ততার সুযোগ নিয়েছে পেশাদার দুর্বৃত্ত এবং মতলববাজ মহল। ব্যক্তি বা দলগত দ্বন্দ্বের প্রতিশোধ নিতে সচেষ্ট হয়েছে কেউ কেউ। ধনী ব্যবসায়ী শিল্পপতিদের পকেট কাটার পাঁয়তারা করেছে। সবটাই গেছে জুলাই গণ অভ্যুত্থানের আকাক্সক্ষার বিপরীতে। মব-স্বৈরাচার কিছুতেই সাম্য, ন্যায্যতা, ইনসাফের সঙ্গে যায় না। এর বিরুদ্ধে শুধু কথা বললে হবে না। প্রশাসনিক কঠোর ব্যবস্থায় এ প্রবণতাকে সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এ ক্ষেত্রে সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম- সব পক্ষকেই তাদের অকুণ্ঠ সমর্থন ও সহায়তা দিতে হবে। দুষ্টের বিরুদ্ধে সোচ্চার এবং শিষ্টের পাশে বুক চিতিয়ে দাঁড়াতে হবে সবাইকে। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, জনগণের করের টাকায় চলে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করা তারই দায়িত্ব। এজন্য তার বিভিন্ন বাহিনীও আছে। তারপরও যদি সাধারণ মানুষ নিরাপত্তা প্রশ্নে অনিশ্চয়তার আতঙ্কে ভোগে- সে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। অখ্যাতির সে দায় নিশ্চয়ই মেনে নেবে না সরকার। বরং সব নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিরোনাম
- ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, যে কোনো অভিযানের জন্য প্রস্তুত’
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ
- দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা ‘মিসিং’
- ২৭ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড উইন্ডিজের
- ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী
- মুসলিম যুবকদের প্রতি প্রোগ্রামিং ও এআই শেখার আহ্বান
- ওড়িশায় যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দেয়া সেই ছাত্রী মারা গেছে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ জুলাই)
- ট্রাস্টের আড়ালে কর ফাঁকির প্রবণতা
- হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ১৮৩ ভিআইপি
- অর্থনীতি গতিশীল রাখতে নির্বাচন জরুরি
- ঐকতানে অনৈক্য : সেনাপ্রধানের বার্তা ভুলে গেছেন রাজনীতিকরা
- বাংলাদেশকে ছোট ভাই না, সমান মনে করতে হবে
- সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মব ফ্যাসিজম!
নির্মূলে দ্রুত দৃঢ় পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর