ছাত্র-জনতার জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরসরকার পতনের পর থেকেই দলবেঁধে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ছে সারা দেশে। বিষয়টা জাতির এমনই বিরক্তির কারণ ঘটিয়েছে যে প্রথমে এটাকে মব জাস্টিস বলা হলেও এখন ত্যক্তবিরক্ত জনগণ বলছে, ‘মব ফ্যাসিজম’ বা বিশৃঙ্খল দুর্বৃত্তায়নের স্বৈরাচার। মব জাস্টিস কোনো গ্রহণযোগ্য শব্দবন্ধ নয়। বিশৃঙ্খল জনতার হাতে সুবিচার হতে পারে না। এর কোনো অধিকারও কারও নেই। অথচ সরকারি অফিস থেকে বেসরকারি প্রতিষ্ঠান, বড় ব্যবসায়ী থেকে মুদি ব্যবসায়ও হানা দিয়েছে মব নামধারী টাউট, ছিনতাইকারী ও চাঁদাবাজ। বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে অনেকেই পাড়া-মহল্লায় গড়ে তুলেছে কিশোর গ্যাং। তারা এলাকা-মহল্লাবাসীর নির্ঝঞ্ঝাট জীবনযাত্রা বিঘ্নিত-দুর্বিষহ করে তুলছে। এদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকাংশেই ব্যর্থ হচ্ছে। এদের মোকাবিলা যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা ইতোমধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, এখনই কঠোর হাতে দমনের মিশনে নামা উচিত। না হলে রাষ্ট্র ও সমাজে এর ব্যাপক বিরূপ প্রভাব ছড়িয়ে পড়তে পারে। জুলাই বিপ্লবের পরপরই পুলিশ-প্রশাসনের নির্লিপ্ততা, নতুন সরকারের গুছিয়ে ওঠা এবং একটা নতুন সমাজ বিনির্মাণের প্রচেষ্টায় প্রকৃত দেশপ্রেমীদের ব্যস্ততার সুযোগ নিয়েছে পেশাদার দুর্বৃত্ত এবং মতলববাজ মহল। ব্যক্তি বা দলগত দ্বন্দ্বের প্রতিশোধ নিতে সচেষ্ট হয়েছে কেউ কেউ। ধনী ব্যবসায়ী শিল্পপতিদের পকেট কাটার পাঁয়তারা করেছে। সবটাই গেছে জুলাই গণ অভ্যুত্থানের আকাক্সক্ষার বিপরীতে। মব-স্বৈরাচার কিছুতেই সাম্য, ন্যায্যতা, ইনসাফের সঙ্গে যায় না। এর বিরুদ্ধে শুধু কথা বললে হবে না। প্রশাসনিক কঠোর ব্যবস্থায় এ প্রবণতাকে সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এ ক্ষেত্রে সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম- সব পক্ষকেই তাদের অকুণ্ঠ সমর্থন ও সহায়তা দিতে হবে। দুষ্টের বিরুদ্ধে সোচ্চার এবং শিষ্টের পাশে বুক চিতিয়ে দাঁড়াতে হবে সবাইকে। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে, জনগণের করের টাকায় চলে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করা তারই দায়িত্ব। এজন্য তার বিভিন্ন বাহিনীও আছে। তারপরও যদি সাধারণ মানুষ নিরাপত্তা প্রশ্নে অনিশ্চয়তার আতঙ্কে ভোগে- সে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। অখ্যাতির সে দায় নিশ্চয়ই মেনে নেবে না সরকার। বরং সব নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শিরোনাম
- ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদিকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
- ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার হুমকি, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
- ধোঁকা দেয়ার চিন্তা মনে হয় না কোনো দলের আছে : সালাহউদ্দিন
- শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
- এমন অবস্থা তৈরি করবেন না যাতে ফ্যাসিস্ট হাসিনা ফেরার সুযোগ পায় : ফখরুল
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদে নতুন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩১৬
- এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে নিরাপত্তা বিধিভঙ্গের ৫১ অভিযোগ
- হাসিনাকে রাতের ভোটের আইডিয়া দেন জাবেদ পাটোয়ারী
- সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান
- থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ সম্পন্ন
- কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব, বরখাস্ত এএসপি
- ৩০ অক্টোবরের মধ্যে বাড়তি সিম ডি-রেজিস্ট্রার করতে হবে
- জীববৈচিত্র্য রক্ষায় ঝাজর বড় বিল পরিদর্শন
- যেভাবে একদিনে সাড়ে ৫ বিলিয়ন ডলার খোয়ালেন মেক্সিকান ধনকুবের!
- আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে : রিজভী
- ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
- দাবি আদায়ে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি
- ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান ফ্রান্সসহ ১৫ দেশের
মব ফ্যাসিজম!
নির্মূলে দ্রুত দৃঢ় পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর