গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেজন্যই নানা ক্ষেত্রে বিভিন্ন মাত্রায় অপরাধ চলছেই। চুরি-ডাকাতি-দুস্যতা, ছিনতাই-অপহরণ, মব জাস্টিসে প্রাণহানি লেগেই আছে। গণমাধ্যমে এসবের সংবাদ প্রকাশ হচ্ছে প্রতিদিন। গতকাল বাংলাদেশ প্রতিদিনে ছাপা এক খবরে ট্রেনে ছিনতাইকারীদের ভয়ংকর দৌরাত্ম্যের কয়েকটি ঘটনা উঠে এসেছে। দেখা যাচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অন্যমনস্ক বা টার্গেট করা যাত্রীর মোবাইল ফোন-মানিব্যাগ ইত্যাদি ছিনিয়ে নিয়ে, কাউকে বা চলন্ত ট্রেন থেকে ফেলে দিচ্ছে। তাতে কেউ মারা যাচ্ছে, কেউ মারাত্মক আহত-পঙ্গু হচ্ছে। বিশেষ করে রাতের ট্রেনগুলোতে এদের তৎপরতা ভীতি ও উদ্বেগজনক। খোদ রেলপুলিশের এক কর্তা বলেছেন, ট্রেনকেন্দ্রিক ছিনতাই প্রতিরোধ অভিযান তাদের চলমান প্রক্রিয়া। কিন্তু চক্রটি সংগঠিত ও বেপরোয়া। এরা চলন্ত ট্রেনে হঠাৎ উঠে অপরাধ ঘটিয়ে দ্রুতই পালিয়ে যায়। ফলে ধরা কঠিন হয়। স্টেশন এবং ট্রেনে পোশাকধারীদের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ থাকলেও ছদ্মবেশী দুর্বৃত্তদের শনাক্ত করা যায় না। ছিনতাইকারী পালিয়ে যাওয়ার সময় হাজার চিৎকারেও কেউ এগিয়ে আসে না। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই সবাই দূরে থাকে। যদিও মোবাইল ফোনে ভিডিও করার লোকের অভাব হয় না। ভুক্তভোগীদের অভিমত, কোনো গন্তব্যে, দিনে-রাতে, ট্রেন ছাড়ার আগেই সব দরজা বন্ধ করা বাধ্যতামূলক করতে হবে। একইভাবে স্টেশনে ট্রেন পরিপূর্ণভাবে থামার আগে কোনো দরজা খোলা যাবে না। ছাদে ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ বলে এ প্রবণতা শূন্যে নামানোর বিকল্প নেই। এসব বিষয়ে কর্তৃপক্ষ ও রেলপুলিশকে জিরো টলারেন্স নীতি নিয়ে তা প্রয়োগেও শক্ত হতে হবে। প্রতি কামরায় ট্রেনের পরিচালক বা চালকের মোবাইল ফোন নম্বর টাঙিয়ে দেওয়া যায়, যাতে প্রয়োজনে যাত্রীরা তাদের সহায়তা নিতে পারে। একই সঙ্গে যাত্রীসাধারণের ব্যক্তিগত সতর্কতা খুব জরুরি। ট্রেনের ছাদে ভ্রমণ, খোলা জানালার পাশে মোবাইল ফোনে কথা বলা যে বিপজ্জনক- এটা জানা ও মানা সবার অবশ্যকর্তব্য। ব্যক্তিস্বার্থ রক্ষার প্রাথমিক দায়িত্ব ব্যক্তিরই। সবার সতর্কতা ও সম্মিলিত স্বার্থরক্ষার চেষ্টা এবং প্রাতিষ্ঠানিক প্রতিরোধব্যবস্থা গ্রহণের মাধ্যমে ট্রেনে অপরাধ বন্ধ এবং জনগণের যাত্রা নিরাপদ হোক।
শিরোনাম
- আন্দোলনের মুখে রাবিতে পোষ্যকোটা স্থগিত
- “১০-১৫ রান কম হয়েছে”: হারের পর স্বীকারোক্তি শ্রীলঙ্কার অধিনায়কের
- “সাইফ পারবে, আমি জানতাম”: ম্যাচ জয়ের পর আরও যা বললেন লিটন
- সাকিবকে পেছনে ফেললেন লিটন
- ম্যাচসেরা সাইফ, গেমচেঞ্জার হৃদয়
- সুন্দরবনে আইরিশ নারী পর্যটকের মৃত্যু
- অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক
- শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল টাইগাররা
- রাওয়া ডেন্টাল সেন্টারের উদ্বোধন করলেন সেনাপ্রধান
- কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাবি, শিক্ষকদের কর্মবিরতি
- পিআর পদ্ধতি বিষয়ে দেশের মানুষের ধারণা নেই: জিয়া হায়দার
- পানি নিষ্কাশনের পথ বন্ধ, বড়াইগ্রামে দুইশ’ পরিবার পানিবন্দী
- এক চ্যালেঞ্জের অভিজ্ঞতা, এক নতুন স্বপ্নের আহ্বান
- এখনো অনেক মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: চসিক মেয়র
- পানিতে জন্ম, প্রাণে ভয়: মস্তিষ্ক খেকো অ্যামিবায় পশ্চিমবঙ্গে মৃত্যু ১৬
- নওগাঁয় উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ
- ১৬৮ তে থামল শ্রীলঙ্কা
- শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া, টিকটক কেলেঙ্কারি থেকে ভাইরাল সিনেমায় ঝড়
- ভারী বৃষ্টিতে ফের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি
- সংস্কৃতি আমাদের জীবনের প্রতিচ্ছবি: কাদের গনি চৌধুরী
ট্রেনে ছিনতাই
সতর্কতা ও সমন্বিত প্রতিরোধ চাই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর