সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আপডেট

শিক্ষা ডেস্ক

১.   এ বছর আওয়ামী লীগের কততম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়?

     উত্তর : ২০তম

২.  ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

     উত্তর : রদ্রিগো দুতের্ত

৩.   এ বছর যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে?

     উত্তর : ৫৮তম

৪.   যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে কখন?

     উত্তর : ৮ নভেম্বর ২০১৬

৫.   ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই’র বর্তমান প্রেসিডেন্ট কে?

     উত্তর : অনুরাগ ঠাকুর

৬.  মার্ির্কন কংগ্রেসের আসন্ন নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা থেকে ডেমোক্রেট দলীয় প্রার্থী হয়েছেন এবার বাংলাদেশি বংশোদ্ভূত কে?

     উত্তর : রশিদ মালিক। এর আগে ২০১০ সালে মিশিগান থেকে প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন হ্যানসেন ক্লার্ক।

৭.   এভারেস্টজয়ী সদ্য প্রয়াত প্রথম নারী আরোহী কে?

     উত্তর : জাপানি জাঙ্কো তাবেই [৭৭]।

৮.   ফিলিপাইন ও হংকংয়ে সম্প্রতি আঘাত হানা টাইফুনটির নাম কী?

     উত্তর : হাইমা

৯.  যুক্তরাষ্ট্র ও হাইতিতে সম্প্রতি যে শক্তিশালী টাইফুনটি আঘাত হানে তার নাম কি?

     উত্তর : ম্যাথিউ।

১০. বিকল্পধারার গণমাধ্যম উইকিলিকস ওয়েবসাইটের যাত্রা শুরু হয়েছিল কবে, কোথায়?

     উত্তর : ২০০৬ সালে আইসল্যান্ডে

১১. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান পেস বোলিং কোচ কে?

     উত্তর : কোর্টনি ওয়ালশ।

১২.  দেশের ৫৬টি ব্যাংক ও ৩৩টি লিজিং কোম্পানির বিভিন্ন পণ্য ও সেবা গ্রাহকদের যাচাই করে দেখার লক্ষ্যে সম্প্রতি যে ওয়েবসাইটটির যাত্রা শুরু হয়েছে তার নাম কি?

     উত্তর : টাকাবাজার ডট কম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর