বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এফডিসিতে কর্মচারীদের ক্ষোভ

শোবিজ প্রতিবেদক

এফডিসিতে কর্মচারীদের ক্ষোভ

আদালতের নির্দেশ সত্ত্বেও চাকরিতে স্থায়ীকরণ না করায় ক্ষোভ দেখা দিয়েছে এফডিসির কর্মচারীদের মধ্যে। ১৬ বছর যাবৎ মাস্টার রোলে কাজ করছেন সংস্থার ৫ কর্মচারী। চাকরিতে স্থায়ীকরণ না করায় ২০১৪ সালে তাদের মধ্যে মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে এফডিসির এমডি তপন কুমার ঘোষ, প্রশাসনিক ও অর্থ পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা সোহেল বক্সিকে বিবাদী করে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত তাদের চাকরিতে স্থায়ীকরণের আদেশ দেয়। রায় বাস্তবায়ন না করায় বাদী ২০১৬ সালে একটি কনটেম্পট মামলা করে। গত ২৯ জানুয়ারি আদালত বিবাদীদের জন্য এটি শেষ সুযোগ অভিহিত করে দ্রুত রায় কার্যকরের জন্য বলে। এখন পর্যন্ত রায় বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মামলার এক বিবাদী লক্ষণ চন্দ্র দেবনাথ বলেন, রায়ের শর্তে বলা আছে তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয় যাচাই করতে হবে। যার একটি যোগ্যতাও তাদের নেই। তারপরেও কখনো যদি কর্মচারী নিয়োগ দেওয়া হয় তাহলে তাদের যোগ্যতা অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে।

সর্বশেষ খবর