বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
এক ঝলক

আমার বাড়ি মেঘের বাড়ি

শোবিজ প্রতিবেদক

আমার বাড়ি মেঘের বাড়ি

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নির্মিত হলো একক নাটক ‘আমার বাড়ি মেঘের বাড়ি’। ডা. রিয়াদ আশরাফের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জহির খান। নাটকটি রচনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন ডা. রিয়াদ আশরাফ। নাটকের গল্পে দেখা যাবে, দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী নিয়ে ফজলে আলীর পরিবার। বড় ছেলে রিয়াদ ইউনিভার্সিটি শেষ করে এখন চাকরির চেষ্টা করছেন। ছোট ছেলে রাশেদ মেডিকেল অ্যাডমিশনে ট্রাই করছেন। অন্যদিকে একমাত্র মেয়ে বিয়ে করে সংসার করছেন। এদিকে ফজলে আলী অবসরে গিয়ে অনেক টাকা পেয়েছেন। এই টাকা নিয়েই পরিবারের মধ্যে বাঁধে বিপত্তি। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যায় নাটকটি। অভিনয় করেছেন ডাক্তার রিয়াদ আশরাফ, এ্যালেন শুভ্র, সামিয়া অথৈ, আবদুল্লাহ রানা, নুসরাত রুহী, সুজাত শিমুল, দীপ দীপ্তিসহ অনেকেই।  নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর